Minakhshi Mukherjee: ‘মানুষখেকো বাঘের চামড়া ছাড়িয়ে টাঙাতে হবে’, কেষ্ট গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ মীনাক্ষীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 01, 2023 | 8:49 AM

রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণের পাশাপাশি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উদ্দেশেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি কেষ্টকে কিছুটা তাঁর ভঙ্গিতেই কটাক্ষ ছুড়েছেন এই বামনেত্রী।

Minakhshi Mukherjee: ‘মানুষখেকো বাঘের চামড়া ছাড়িয়ে টাঙাতে হবে’, কেষ্ট গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ মীনাক্ষীর
মীনাক্ষী মুখার্জি

Follow Us

মহম্মদবাজার: ডেউচা পাঁচামী কয়লা শিল্পের প্রতিবাদে মহম্মদবাজারে সংহতি মঞ্চের গণ কনভেনশনে উপস্থিত ছিলে্ন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণের পাশাপাশি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উদ্দেশেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি কেষ্টকে কিছুটা তাঁর ভঙ্গিতেই কটাক্ষ ছুড়েছেন এই বামনেত্রী। তিনি বলেছেন, “বাঘকে সংরক্ষণ করার দায়িত্ব মানুষের। তার জন্য রয়েছে সুন্দরবন অভয়ারণ্য। কিন্তু বাঘ যদি মানুষ খেকো হয়, তাহলে তার চামড়া টাঙিয়ে রাখার ব্যবস্থা করতে হবে৷” এ সবের পাশাপাশি কালিয়াগঞ্জ কাণ্ড নিয়েও কথা বলেছেন মিনাক্ষী।

ডেউচা পাঁচামীর কয়লাখনি নিয়ে এ দিন মন্তব্য করেছেন মীনাক্ষী। তিনি বলেছেন, “ডেউচা পাঁচামীকে লুট করে যারা নিয়ে যেতে চাইছে তাদের পরাস্ত করতে হবে। তোমরা লুঠ করেছ তাই সরকারি কাজ নেই। পশ্চিমবঙ্গে অনেক গুলো কয়লা ও পাথর খনি রয়েছে সেগুলোর কী হবে? উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া সহ বিভিন্ন জয়গায় শিল্পের জন্য জমি পরে আছে। কিন্ত কোথাও কোনও উদ্যোগ নেই।” ডেউচা পাঁচামী কয়লা শিল্পকে অলাভজনক বলেও দাবি করেন মীনাক্ষী। তিনি বলেন, “অলাভজনক কাজকে কাদের উদ্দেশ্যে কার স্বার্থে করা হচ্ছে?” কালিয়াগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ”কালিয়াগঞ্জ পুলিশ মার খাচ্ছে আমরা নিন্দা করছি। কিন্তু পুলিশকে ভিলেন বানানো হচ্ছে।”

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখার্জি বলেছেন, “মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এই সমস্ত কথা বলছে মীনাক্ষীরা। কে বাঘ আর কে, কাকে সংরক্ষণ করবে, এটা মানুষ ঠিক করবে। মীনাক্ষীরা নয়। বামেদের কথার গুরুত্ব দিতে নারাজ আমি।”

Next Article