Nalhati: বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
Nalhati: বুধবার রাতে নলহাটি থানার আমাইপুর গ্রামের উওরপাড়ার বাসিন্দা নুরুল সেখ বাড়ির কাছে একটি মাচায় বসে ছিলেন। সেই সময় তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে মোশারফ শেখ পিছন থেকে এসে বাঁশ দিয়ে বাবাকে পেটাতে শুরু করেন।
নলহাটি: বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে। মৃতের নাম নুরুল ইসলাম। ঘটনার অভিযুক্ত ছেলে মোশারফ শেখকে ধরে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, বুধবার রাতে নলহাটি থানার আমাইপুর গ্রামের উওরপাড়ার বাসিন্দা নুরুল সেখ বাড়ির কাছে একটি মাচায় বসে ছিলেন। সেই সময় তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে মোশারফ শেখ পিছন থেকে এসে বাঁশ দিয়ে বাবাকে পেটাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরুল শেখের। সেই সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে মোশারফ সেখকে ধরে ফেলেন। তারপর তাঁকে একটি বাড়ির গ্রীলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে।
খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোসারফ শেখকে গ্রেফতার করে। তবে কী কারণে ছেলে বাবাকে পিটিয়ে খুন করল সেই বিষয়টি স্পষ্ট করে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। পুলিশ মৃৎদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।