Anubrata Mondal: ‘আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না’, কারণও জানালেন অনুব্রত

হিমাদ্রী মণ্ডল | Edited By: সঞ্জয় পাইকার

Dec 14, 2024 | 8:00 PM

Anubrata Mondal: একুশের বিধানসভার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "একুশের বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর চাপ ছিল। সেইসময় আপনারা সঙ্গে ছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন।"

Anubrata Mondal: আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, কারণও জানালেন অনুব্রত
অনুব্রত মণ্ডল

Follow Us

সিউড়ি: গরু পাচার মামলায় প্রায় ২ বছর জেলে ছিলেন। জামিনে ছাড়া পেয়েই ফেরে স্বমেজাজে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার সিউড়িতে শিক্ষক সম্মেলনে যোগ দেন তিনি। আর সেখানেই বক্তব্য রাখতে বললেন, আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না। তার কারণও ব্যাখ্যা করলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা।

সিউড়ির রবীন্দ্র সদনে এদিন শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেখানে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ অন্যরা। শিক্ষক সম্মেলনে অনুব্রত মণ্ডল বলেন, “আপনাদের জ্ঞান দেওয়ার অধিকার আমার নেই। আমরা মাস্টারমশাইকে মাস্টারই বলি। আপনারা শিক্ষাগুরু।” এরপরই বর্তমান প্রজন্মের কথা টেনে তিনি বলেন, “আমরা এখনও মাস্টারমশাইকে দেখলে মাথা নত করি। আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, কারণ তারা মাস্টামশাইদের সম্মান দেয় না।”

একুশের বিধানসভার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একুশের বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর চাপ ছিল। সেইসময় আপনারা সঙ্গে ছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের যদি কোনও ভুলত্রুটি থাকে, আপনারা ধরিয়ে দেবেন। বলবেন, ভুল হচ্ছে।”

শিক্ষকদের আরও একটি অনুরোধ করেন অনুব্রত। তিনি বলেন, “এখন অনেক ছেলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন তাদের ফিরিয়ে আনার। আপনারাই পারবেন, তাদের ফিরিয়ে আনতে।”

 

Next Article