Poultry farm: পদ্মনেতার পোলট্রি ফার্মে আগুন, রোস্ট হয়ে গেল ১৫০০ মুরগি
Birbhum: জানা গিয়েছে, পোলট্রি ফার্মের মালিক বিজেপি নেতা হেমন্ত মণ্ডল। তাঁর অভিযোগ, এই এলাকায় গত পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রার্থী জললাভ করেছেন। সেই কারণে প্রতিহিংসা করে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের দিয়ে এই কাজ করিয়েছে।
রামপুরহাট: দাউদাউ করে জ্বলছে গোটা পোলট্রি ফার্ম। জানা গিয়েছে সেই ফার্মটি আবার বিজেপি নেতার। আর তাই রাগের জেরে গোটা ফার্মটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো পোলট্রি ফার্মটি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে প্রায় পনেরশো মুরগি। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বীরভূমের রামপুরহাট থানার আয়াস অঞ্চলের লগ্রাম-রানী নগর গ্রামে। এই ঘটনার খবর পেয়ে দলীয় কর্মীর বাড়িতে যান বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা।
কী ঘটেছে?
জানা গিয়েছে, পোলট্রি ফার্মের মালিক বিজেপি নেতা হেমন্ত মণ্ডল। তাঁর অভিযোগ, এই এলাকায় গত পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রার্থী জললাভ করেছেন। সেই কারণে প্রতিহিংসা করে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের দিয়ে এই কাজ করিয়েছে। গোটা ঘটনা হেমন্ত মণ্ডল রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
পোল্ট্রি ফার্মের মালিক হেমন্ত মণ্ডল বলেন, “রাত দুটোর সময় আগুনে পুড়ে গেছে পোলট্রি ফার্মটি। আমি এর বিচার চাই। পুরো বরবাদ হয়ে গিয়েছি। কিছু বার করতে পারিনি। সব বরবাদ হয়ে গিয়েছে।” বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “ওই মুরগিগুলো আজ ডেলিভারি করার কথা ছিল। যেহেতু উনি বিজেপি করেন। সেই কারণে তৃণমূল এই কাজ করেছে। এরা এত নির্মম এবং নিষ্ঠুর হতে পারে ভাবা যায় না।” যদিও, তৃণমূল এই ঘটনা অস্বীকার করেছে।