বীরভূম: সাঁইথিয়ায় ব্যবসায়ীকে গুলি করে খুন। লাগাতার চলল গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ব্যবসা সংক্রান্ত কোনও কারণে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। পরিবারের তরফেও এমনটা দাবি করা হয়েছে। ঘটনায় ত্রস্ত রয়েছে গোট এলাকা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ।
পুলিস সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম কমল কান্তি দে (রাজু)। তিনি একটি পেট্রল পাম্প ও বালিঘাটের মালিক ছিলেন। সোমবার রাত্রি এগারোটা নাগাদ দোকান বন্ধ করে ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। সাঁইথিয়া সারদা মোর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে গুলি চালাতে শুরু করে। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পিঠে চারটি গুলি লাগে। পরে গুলির আওয়াজে এলাকাবাসী ঘটনাস্থলে এসে রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে মৃতের পরিচিত বলেন, “আমার সন্দেহ কুরি বসাক মেরেছে ওকে। ওই ব্যক্তি একটা সুদখোর। ওর বাবার কাছে তিন হাজার টাকা বন্ড নিয়েছিল। সেই বন্ডের সাত লাক টাকা ফেরত দিতে পারেনি। ওই কারণে ওর উপর এতটা আক্রোশ। আমি আজ হঠাৎ শুনি এই খবর। শুনেই ছুটে আসি। ও যখন রাতের বেলা দোকান বন্ধ করে ফিরছিল সেই সময় কয়েকজন ঘিরে ধরল ওকে। তারপর আচমকা গুলি চালাতে শুরু করে। হাসপাতালে উদ্ধার করে আনলেও কোনও কাজ হয়নি।”
আরও পড়ুন: AMTA Student Death: ‘আগে দোষীরা শাস্তি পাক তারপর…’ নবান্নর দেওয়া চাকরির প্রস্তাব ফেরালেন আনিসের বাবা
আরও পড়ুন: Royal Bengal Tiger: ‘বিরাট বড় বাঘ, খাঁচাতেও আটছিল না’ বনকর্মীদের ঘোল খাইয়ে একসপ্তাহ পর বাগে বাঘমামা