Birbhum Accident: ভোররাতে ডাম্পারের ধাক্কা, পা থেঁতলে গেল ব্যক্তির

Birbhum: এলাকাবাসীর অভিযোগ, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ লাভপুরের ধনডাঙা গ্রামের বাসিন্দা শেখ কিসমত আলি ও তাঁর স্ত্রীকে ধাক্কা মারে একটি ডাম্পার। জানা যাচ্ছে, সাঁইথিয়া থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল পাথর বোঝাই ডাম্পারটি। এই ঘটনায় শেখ কিসমত আলির পায়ের নিচের অংশ থেঁতলে যায়।

Birbhum Accident: ভোররাতে ডাম্পারের ধাক্কা, পা থেঁতলে গেল ব্যক্তির
এলাকায় বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 10:48 AM

বীরভূম: ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। যার জেরে রীতিমতো থেঁতলে গেল পা। আহতকে উদ্ধারের পাশাপাশি বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। বীরভূমের লাভপুরের ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ লাভপুরের ধনডাঙা গ্রামের বাসিন্দা শেখ কিসমত আলি ও তাঁর স্ত্রীকে ধাক্কা মারে একটি ডাম্পার। জানা যাচ্ছে, সাঁইথিয়া থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল পাথর বোঝাই ডাম্পারটি। এই ঘটনায় শেখ কিসমত আলির পায়ের নিচের অংশ থেঁতলে যায়।

ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ডাম্পারের চালক ও খালাসিকে আটকে রাখেন তাঁরা। পরে খবর দেওয়া হয় লাভপুর থানায়। লাভপুর থানার পুলিশ আসে এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। এলাকাবাসীদের বক্তব্য, গ্রামবাসীদের সামনেই পুলিশের মধ্যস্থতাই মীমাংসা করতে হবে বিষয়টির।তবেই ছাড়া হবে চালক ও খালাসিকে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ সকালে ওরা দু’জন যাচ্ছিলেন। সেই সময় আচমকা পাথর বোঝাই ওই ডাম্পার ওদের ধাক্কা মারে। তখনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন স্বামী-স্ত্রী। রক্তারক্তি কাণ্ডপুরো।”