
বীরভূম: ২ দিন আগেই বীরভূমে জেলা তৃণমূলে বড় দায়িত্ব পেয়েছেন তিনি। এবার আগের মতো ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলেন ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর শেষেই বাড়ানো হল তাঁর নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তারক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে।
দিন তিনেক আগেও জেলা তৃণমূলে অনুব্রতর প্রভাব কমা নিয়ে আলোচনা চলছিল। তখনও তিনি বীরভূমে শাসকদলের জেলা কোর কমিটির একজন সদস্য মাত্র। রবিবার ২ দিনের সফরে বীরভূমে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় জেলা কোর কমিটির অন্য সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা চলে যাওয়ার পর মমতার সঙ্গে দেখা করতে রাঙাবিতান গেস্ট হাউসে পৌঁছন কেষ্ট। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মিনিট দশেক কথা হয় তাঁর।
সোমবার জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তারপরই অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। জেলা তৃণমূলে ফের গুরুত্ব বাড়ার পর এবার কার্যত রাজ্যপাট ফিরে পেলেন একসময়ের বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই শাসক নেতা। আগের মতোই তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল।
অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বাড়ল পুলিশি নিরাপত্তা
এদিন তাঁর বাড়ির সামনে আগের মতো পুলিশের গাড়ি দেখা গেল। তাঁর সঙ্গেও সেই আগের মতো পুলিশকর্মীদের দেখা গেল। এদিন কেষ্টকে দেখে অনেকে বলছেন, ঠিক যেন ২০২২ সালের অগস্টের আগের অনুব্রত।
২০২২ সালের অগস্টে গরু পাচার মামলায় সিবিআই অনুব্রতকে গ্রেফতার করেছিল। তারপরও জেলা সভাপতি পদ থেকে তাঁকে সরাননি মমতা। কেষ্টকে বীরভূমের বাঘ বলে মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। ২ বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর অবশ্য বীরভূমে অনুব্রতর সেই প্রভাব কমতে দেখা যায়। জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরানো হয়। দলের জেলা কোর কমিটির শুধুমাত্র একজন সদস্য হিসেবে থাকেন তিনি। আবার কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজের একটি অডিয়ো সামনে আসার পর অস্বস্তি বাড়ে অনুব্রতর। দল রুষ্ট হওয়ার পর ক্ষমাও চান। এরপর একুশের জুলাইয়ের সমাবেশের আগের দিন ধর্মতলায় গিয়ে মঞ্চের সামনে যেতে গিয়ে পুলিশের বাধা পান। সবমিলিয়ে জেলা তৃণমূলে তাঁর প্রভাব আদৌ আর রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই মমতার সঙ্গে তাঁর ১০ মিনিটের সাক্ষাৎ। আর সেই সাক্ষাতের পর প্রথমে কোর কমিটির আহ্বায়ক করা হয় তাঁকে। এবার আগের মতো ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তাও ফিরে পেলেন।