Anubrata Mondal: অসুস্থ অনুব্রত থানায় না গিয়ে কোথায় আছেন? ধরা পড়ল ক্যামেরায়

Anubrata Mondal: কিন্তু কোথায় কেষ্ট? উল্টে দেখা গেল তাঁর হয়ে থানায় গিয়েছেন আইনজীবীরা। দ্বিতীয়বার হাজিরার নোটিসও পাঠানো হয়েছে তাঁকে। তবে আজ এসডিপিও (SDPO) অফিসে হাজিরা না দিলেও তাঁকে দেখা গেল তৃণমূল পার্টি অফিসে।

Anubrata Mondal: অসুস্থ অনুব্রত থানায় না গিয়ে কোথায় আছেন? ধরা পড়ল ক্যামেরায়
অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 31, 2025 | 4:35 PM

বীরভূম: সময় ছিল সকাল এগারোটা। থানায় হাজিরা দিতে হত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি অসুস্থ। আর অসুস্থতার কারণ দর্শিয়ে থানায় যাননি তিনি। উল্টে পাঠিয়ে দিয়েছেন সাত জন আইনজীবীকে। কিন্তু সেই অসুস্থ কেষ্ট মণ্ডল এখন কোথায়?

বস্তুত, বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ অফিসারকে হেনস্থার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নোংরা-কদর্য-অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেটি আবার পোস্ট করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর দলের নির্দেশে চিঠি দিয়ে ক্ষমা চান অনুব্রত।অফিসারকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে যৌন হেনস্থা, সরকারি কর্মীকে হুমকির মামলা রুজু করা হয়েছে। কেষ্টর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বেশির জামিন-অযোগ্য। পুলিশ সুপার আরও জানিয়েছেন, যতটা কড়া আইনি পদক্ষেপ করা যায়, তা করা হবে। এরপরই অনুব্রতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কোথায় কেষ্ট? উল্টে দেখা গেল তাঁর হয়ে থানায় গিয়েছেন আইনজীবীরা। দ্বিতীয়বার হাজিরার নোটিসও পাঠানো হয়েছে তাঁকে। তবে আজ এসডিপিও (SDPO) অফিসে হাজিরা না দিলেও তাঁকে দেখা গেল তৃণমূল পার্টি অফিসে। অন্যান্য দিন যেভাবে তিনি বোলপুরের পার্টি অফিসে যেতেন, সেই একই রুটিনে তিনি হাজির হলেন পার্টি অফিসে। এ দিন, তিনটে বেজে পঞ্চাশ নাগাদ বাড়ি থেকে বের হন। তারপর হাজির হন পার্টি অফিসে। এই পার্টি অফিস থেকেই খানিক দূরেই বোলপুর থানা। অদ্ভুত ভাবে অসুস্থতা দেখিয়ে তিনি থানায় হাজিরা না দিলেও, চলে গেলেন পার্টি অফিসে। এখান থেকেই তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও, সবটাই ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষার বিষয়।