Kajal Sheikh: কেষ্ট নেই, ‘ভোট কী করে হবে’, এবার বোঝাবেন কাজল শেখ!
Kajal Sheikh- TMC: কী টোটকা দেবেন? এই প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন, টোটকা দিতেই পারি। ভোটের আগের দিন এসে বলব। সবাইকে এক ছাতার তলায় রাখার বার্তাই দিয়েছেন কাজল শেখ।
হুগলি: জেলায় নেই কেষ্ট মণ্ডল। ভোটের আগে তাঁর ‘দাওয়াই’-এর কথাও আর শোনা যায় না। তবে ভোট কাছে আসতেই এবার ‘দাওয়াই’-এর কথা শোনা গেল বীরভূমের আর এক নেতার মুখে। ভোট ঘোষণা হয়নি এখনও। তার আগেই কাজল শেখ বলে দিয়ে গেলেন, ভোটের আগের দিন তিনি বুঝিয়ে দেবেন যে কর্মীদের ঠিক কী করতে হবে। কীভাবে ভোট হবে, সেটাই বোঝাবেন তিনি। কার্যত অনুব্রত স্টাইলেই কঙ্কালিতলায় গিয়ে এ কথা বলেছেন কাজল।
ভোটের সময় টার্গেট কী হবে, সেটা স্পষ্ট করে দিয়ে কাজল শেখ বলেন, এই পঞ্চায়েত থেকে ১০ হাজার লিড লাগবে। কীভাবে ভোট করতে হবে, সেটা ভোটের আগের দিন জানিয়ে দেব। বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েত এলাকায় একটি নির্বাচনী সভা ছিল তৃণমূলের। সেখানেই কাজল শেখ এই বার্তা দেন।
স্বাভাবিকভাবেই বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের মতো সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে বীরভূমে? বিজেপি মনে করছে, সন্ত্রাস ছাড়া একটি পঞ্চায়েত এলাকা থেকে ১০ হাজার লিড পাওয়া সম্ভব নয়।
কী টোটকা দেবেন? এই প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন, টোটকা দিতেই পারি। ভোটের আগের দিন এসে বলব। সবাইকে এক ছাতার তলায় রাখার বার্তাই দিয়েছেন তিনি।
এদিকে বিজেপি কাজল শেখের ক্ষমতা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন। এলাকার বিজেপি নেতা বলেন, “আগের দিন বুঝুন আর পরের দিন বুঝুন। ওঁর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তাঁই ওঁকে কোর কমিটি থেকে বাদ দিয়েছেন। এখানে বিজেপি বিপুল ভোটে জিতবে। ভোটাররা যেতে না পারলে কী হবে, বিজেপি তা আগে থেকেই বুঝে নিয়েছে। সন্ত্রাস তৈরি করার চেষ্টা করবে ওরা।”