
বীরভূম: একা অনুব্রতয় রক্ষা নেই। সঙ্গে জুটল আরও এক। এবার বোলপুরের আইসি (IC) লিটন হালদারকে বেলাগাম আক্রমণ বীরভূমের অনুব্রত অনুগামী বীরভূম TMCP-র সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। তাঁর হুমকি ক্ষমতা থাকলে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মামলা করে দেখান। এখানেই শেষ নয়, আইসি লিটনকে বীরভূমেই শাস্তি পেতে হবে। হুমকি বিক্রমজিতের।
কী বলেছেন বিক্রমজিৎ?
একটি ভিডিয়োয় বলতে শোনা যাচ্ছে, ‘লিটন হালদার নাম ধরে বলছি, বাপের বেটা তোমার যদি দম থাকে তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, TMCP-র বিরুদ্ধে এবং বীরভূমের সাধারণ ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে FIR করে দেখিও। তুমি জান নিজে যে কতটা দুর্নীতি পরায়ন। কত লোকের কাছ থেকে টাকা নিয়েছ? তুমি তোমার ব্যক্তিগত সম্পত্তি কীভাবে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিতে চেয়েছ সমস্ত তথ্য প্রমাণ আছে। তোমরা ডালে-ডালে চললে আমরা শিরা-উপ-শিরায় চলি। লিটন হালদার তুমি সরকারি কর্মচারি। আমি অন্যায় করে থাকলে শাস্তি দিও। কিন্তু তুমি যদি অন্যায় করো, তাহলে এর শাস্তি বীরভূমেই পেতে হবে…।”
উল্লেখ্য, আইসিকে অশ্রাব্য় ভাষায় গালিগালাজ করে আগেই বিতর্কে পড়েছেন অনুব্রত। তার মধ্যে পুলিশ নোটিস দিলেও থানায় হাজিরা দিচ্ছেন না কেষ্ট। আজ রবিবার, এই নিয়ে দু’দিন হয়ে গেল অনুব্রত হাজিরা দেননি। উল্টে আবার তাঁর এক অনুগামী গগন সরকারের দাবি, অনুব্রত এইসব করেননি। এআই দিয়ে করানো হয়েছে। এই আবহের মধ্যে এবার ফের হুমকি দিয়ে বিতর্ক বাড়ালেন এই তৃণমূল নেতা।