AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: কাজল-কেষ্ট অনুগামীদের গোষ্ঠীকোন্দলে ঝরল রক্ত, মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ

TMC: আহত হয়েছেন মুকুল শেখ। তিনি আবার থুপসরা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বলে জানা যাচ্ছে। অভিযোগ, তাঁর স্ত্রী সরিনা বিবিকেও বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারা হয়েছে। ফেটেছে মাথা। হাতও ভেঙে গিয়েছে সরিনা বিবির।

TMC: কাজল-কেষ্ট অনুগামীদের গোষ্ঠীকোন্দলে ঝরল রক্ত, মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ
উত্তপ্ত গোটা এলাকা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 11:37 PM
Share

নানুর: সামনেই লোকসভা ভোট। সলতে পাকানোর কাজ প্রায় শেষ। দিনক্ষণ ঘোষণার তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কোমর বেঁধে শেষবেলার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক থেকে বিরোধী, সব দলই। গোটা দেশের পাশাপাশি তপ্ত হচ্ছে বাংলার মাটিও। এরইমধ্যে নানুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। শোরগোল কেষ্টর জেলায়। এমনকী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মারধরের অভিযোগও উঠেছে। কাঠগড়ায় কাজল শেখের অনুগামীরা। সূত্রের খবর, হাতাহাতিতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে নানুরের থুপসারা অঞ্চলের ব্রাহ্মণখণ্ড গ্রামে। 

আহত হয়েছেন মুকুল শেখ। তিনি আবার থুপসরা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বলে জানা যাচ্ছে। অভিযোগ, তাঁর স্ত্রী সরিনা বিবিকেও বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারা হয়েছে। ফেটেছে মাথা। হাতও ভেঙে গিয়েছে সরিনা বিবির। ছাড় পায়নি তাঁদের দুই মেয়ে। অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিমা খাতুন ও মিলি খাতুনের। তাঁরা আবার এবারের মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা যাচ্ছে। 

অভিযোগ, গোটা হামলার নেপথ্যে আছে কাজল শেখের অনুগামীরা। মুকুল শেখ কেন কাজল শেখের হয়ে কাজ করছে না এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত। সেখান থেকে হাতাহাতি। মুকুলকে মারধরের পাশাপাশি বেধড়ক মারা হয় তাঁর স্ত্রী-কন্যাদেরও। তাঁর দুই মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ। থূপসারা অঞ্চলের যুব নেতা সেখ আজাহার, থুপসারা পঞ্চায়েতের উপপ্রধান জামরুল শেখ ও  তৃণমূল নেতা আলম শেখের নেতৃত্বে এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আহতের বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় নানুর থানায় এফআইআর দায়ের হয়েছে।