CM Mamata Banerjee: বাঙালি অস্মিতায় শান দিয়ে এবার বীরভূমে মমতার প্রতিবাদ মিছিল, দিনক্ষণ জানিয়ে দিলেন কাজল

CM Mamata Banerjee: প্রসঙ্গত, একুশে জুলাইয়ের একদিন আগেই মূলমঞ্চের কাছে অনুব্রত মণ্ডলকে আটকে দিয়েছিল পুলিশ। যা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়েছিল। পরবর্তীতে একুশের মঞ্চেও আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে সম্প্রতি আবার ক্ষমতাও অনেকটাই কমে গিয়েছে অনুব্রতর।

CM Mamata Banerjee: বাঙালি অস্মিতায় শান দিয়ে এবার বীরভূমে মমতার প্রতিবাদ মিছিল, দিনক্ষণ জানিয়ে দিলেন কাজল
কী বলছেন কাজল?

| Edited By: জয়দীপ দাস

Jul 23, 2025 | 8:44 AM

বীরভূম: ২৮ জুলাই বীরভূমে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ইলামবাজারে ব্রিজ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। একইসঙ্গে বাঙালি অস্মিতায় শান দিয়ে বাংলা-বাঙালির উপর আক্রমণের প্রতিবাদে একটি মিছিলও করার কথা রয়েছে তাঁর। তবে কোর কমিটির সঙ্গে বৈঠক হওয়া নিয়ে এখনও পর্যন্ত খবর নেই। তবে দলীয় নেতৃত্বের কথা হতে পারে বলে সূত্রের খবর। 

প্রসঙ্গত, একুশে জুলাইয়ের একদিন আগেই মূলমঞ্চের কাছে অনুব্রত মণ্ডলকে আটকে দিয়েছিল পুলিশ। যা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়েছিল। পরবর্তীতে একুশের মঞ্চেও আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে সম্প্রতি আবার ক্ষমতাও অনেকটাই কমে গিয়েছে অনুব্রতর। আর সঙ্গে নেই জেলা সভাপতির ট্যাগ। উল্টে শুধুই কোর কমিটির সদস্য। তবে অনুব্রতর সঙ্গে মমতা আলাদা করে কোনও বৈঠক করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। 

কাজল বলছেন, “ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার ব্রিজের শিলান্যাস করার কথা রয়েছে। প্রশাসনিক বৈঠকে আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। ২৮ বা ২৯ তারিখে তিনি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা, বাঙালির উপর আক্রমণ, বাংলা ভাষাকে অবজ্ঞার প্রতিবাদে তিনি এখানে একটা পদযাত্রা করবেন।” কাজলের দাবি, মমতা এলেই মানুষের ঢল নামবে বোলপুরের রাস্তায়। মানুষের মাথা ছাড়া কিছুই দেখতে পাওয়া যাবে না।