Birbhum: বিসর্জনের মাঝে ঝামেলা, রাস্তায় আটকে প্রতিমা! দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স, গ্রেফতার ৫

Durga Puja Bisorjon: শুক্রবার রাতে বীরভূমের তারাপীঠে একাধিক প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সময়ই তারাপীঠ দক্ষিণপাড়া মা দুর্গা ক্লাবের প্রতিমা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। উল্টে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঝামেলা শুরু করে দেন বলে অভিযোগ। রাস্তায় ব্যাপক যানজটও হয়।

Birbhum: বিসর্জনের মাঝে ঝামেলা, রাস্তায় আটকে প্রতিমা! দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স, গ্রেফতার ৫
চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 05, 2025 | 5:11 PM

তারাপীঠ: মহাসমারোহে বেরিয়েছিল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। কিন্তু সেখানে গোলযোগের জেরেই যে এক্বেবারে পুলিশ ডাকাডাকি করবে তা মনে হয় ভাবা যায়নি। শেষ পর্যন্ত গ্রেফতার। তোলা হল আদালতে। শোভাযাত্রা চলাকালীন মাঝরাস্তায় প্রতিমা দাঁড় করিয়ে রেখে রাস্তা অবরোধ করে ফেলার অভিযোগ। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা সহ ৫ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তারাপীঠে। পুলিশ প্রথমে যাকে ধরেছে সেই দেবীপ্রসাদ মণ্ডল আবার এলাকায় যথেষ্ট দাপুটে তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে। একইসঙ্গে স্থানীয় সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রধান শিউলি মন্ডলের স্বামী। পাশাপাশি রামপুরহাট -২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখোপাধ্যায়ের আত্মীয় বলে খবর। 

শুক্রবার রাতে বীরভূমের তারাপীঠে একাধিক প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সময়ই তারাপীঠ দক্ষিণপাড়া মা দুর্গা ক্লাবের প্রতিমা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। উল্টে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঝামেলা শুরু করে দেন বলে অভিযোগ। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আইন-শৃঙ্খলারও অবনতি হয়। অভিযোগ ঝামেলার জেরে রোগী সমেত রাস্তায় আটকে যায় একটি অ্যাম্বুলেন্স। এলাকায় ব্যাপক যানজটও তৈরি হয়। 

এ খবর চাউর হতেই তা নিয়েও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছেও। এক ব্যক্তি তারাপীঠ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। তারপরই অ্যাকশন নেয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠ থানায় গিয়ে বেশ কয়েকজন ধৃতকে ছড়ানোর চেষ্টা করে। তখনই আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পাঁচজনকেই এদিন রামপুরহাট আদালতে তোলা হয়।