Birbhum TMC: দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত দুবরাজপুর-সিউড়ি, নানুরে অনুব্রতর বদলে রূপোর তলোয়ার পেলেন কাজল

Birbhum TMC Clash: বীরভূমে এর আগেও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ ওঠে। বারবার তপ্ত হয়ে ওঠে বীরভূম। দলের প্রতিষ্ঠা দিবসের দিনও একই ছবি ধরা পড়ল। সিউড়ি ২ নম্বর ব্লকে সকালে অশান্তি হয়। পতাকা তোলাকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। এরপর দুবরাজপুরে একই ছবি। দু

Birbhum TMC: দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত দুবরাজপুর-সিউড়ি, নানুরে অনুব্রতর বদলে রূপোর তলোয়ার পেলেন কাজল
বীরভূমের তৃণমূলের গোষ্ঠীকোন্দলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2026 | 3:05 PM

বীরভূম: দলের প্রতিষ্ঠা দিবসের দিন দুবরাজপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেখানে দলীয় পতাকা কেন্দ্র করে গোষ্ঠীকোন্দল। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ। এমনকি ঘরের মধ্যে আটকে রাখারও অভিযোগ ওঠে। একই দৃশ্য ধরা পড়েছে সিউড়ি-দুবরাজপুরেও। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে। পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।

বীরভূমে এর আগেও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ ওঠে। বারবার তপ্ত হয়ে ওঠে বীরভূম। দলের প্রতিষ্ঠা দিবসের দিনও একই ছবি ধরা পড়ল। সিউড়ি ২ নম্বর ব্লকে সকালে অশান্তি হয়। পতাকা তোলাকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। এরপর দুবরাজপুরে একই ছবি। দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সগুর আলি দলীয় পতাকা উত্তোলন করেন, তখন সেই পঞ্চায়েতেরই অন্য এক পঞ্চায়েত সদস্য ও অনুগামীরা উপস্থিত ছিলেন না বলে দলীয় পতাকা আবার নামনো হয়। তা নিয়ে অশান্তি শুরু হয়।

দলের পতাকাই ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে অন্য এক পক্ষের বিরুদ্ধে। আবাকও একটি পতাকা তোলার চেষ্টা করা হয়। তাতে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় এক কর্মীকে দলীয় কার্যালয়েই দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এই ঘটনায় আবারও প্রমাণিত হল বীরভূমের মাটিতে তৃণমূলের কোন্দল অব্যাহত রয়েছে।

নানুরে অবশ্য অন্য ছবি। নানুরে তৃণমূলের মিলনমেলায় রূপোর তলোয়ার উপহার দেওয়া হয় কাজল শেখকে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় আয়োজিত মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে রূপোর তরোয়াল উপহার দেওয়া হয়। তরোয়ালটির ওজন প্রায় আড়াই কেজি। একই অনুষ্ঠানে ছিলেন সাংসদ অসিত মাল ও বিধায়ক বিধানচন্দ্র মাঝিকেও রূপোর কলম উপহার দেওয়া হয়। উল্লেখ্য, এই মেলায় আগে অনুব্রত মণ্ডলকে উপহার দেওয়া হত। গত তিন বছর ধরে এই উপহার কাজল শেখকে দেওয়া হচ্ছে।