বীরভূম: এক হোটেল ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রামপুরহাটে। হোটেল থেকে কিছুটা দূরেই ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম রামকৃষ্ণ মণ্ডল। স্থানীয় মাঝখণ্ড গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে তাঁর একটি হোটেল ছিল। শুক্রবার সন্ধ্যায় সেই হোটেল থেকেই সামান্য দূরে মাঝখণ্ড গ্রাম সংলগ্ন এলাকা থেকে রামকৃষ্ণের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিডিও অফিসে লকেট ঢুকতেই ‘জয় বাংলা’ স্লোগান, ফাটল বোমা
মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর দেওয়া হয় বাড়িতেও। দেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। খুন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।