
বীরভূম: কাজলের মনে হয়েছিল বৈঠক হবে দলীয় কার্যালয়ে। কিন্তু কোর কমিটির বৈঠক বসল সিউড়ি সার্কিট হাউসে। একেবারে সরকারি ভবন। বৈঠকের জন্য কার্যালয়ে গিয়ে কাজল দেখলেন, সেখানে নেই কোনও আয়োজন। অগত্যা খোঁজ খবর নিতেই জানতে পারেন, আসলে সার্কিট হাউসে সবাই তাঁর জন্য অপেক্ষা করছেন। বৈঠকের ভবন ঘিরে বীরভূমে স্পষ্ট ফাটল।
রবিবার বীরভূমের কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কাজল শেখ জানতেন বৈঠক হবে বীরভূমে দলের মূল কার্যালয়ে। সেই মতো সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু কার্যালয়ে পৌঁছে গাড়ির বাইরে পা রাখতেই তৃণমূল নেতা জানতে পারলেন এখানে কোনও বৈঠক হচ্ছে না। বৈঠক হচ্ছে সিউড়ি সার্কিট হাউসে। তা হলে কি কোনও গোপন নির্দেশে বৈঠকের ঠিকানা বদল?
এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল কাজল শেখকে। তিনি সরাসরি বল ঠেলে দিলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এবং চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের দিকে। বললেন, ‘এই প্রশ্নের উত্তর কোর কমিটির আহ্বায়ক ও চেয়ারম্যানকে করা উচিত। আমায় নয়, আমি একজন সদস্য মাত্র।’ দলীয় সূত্রের খবর, কোর কমিটির বৈঠকের জন্য কোনও নির্দিষ্ট ভবনের কথা অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল না। সেখানে শুধুমাত্র লেখা ছিল, ‘সিউড়িতে বৈঠক হবে।’
কোর কমিটির রাজনৈতিক বৈঠক তাও আবার সরকারি ভবনে, এমনটাও কি সম্ভব? অবশ্য বোলপুরের সাংসদ অসিত মালের দাবি, ‘এখানে আসলে উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা চলছিল।’ তবে কাজল শেখের অন্য কথা। তিনি বললেন, ‘কোর কমিটির বৈঠক হল রাজনৈতিক বৈঠক। এটা দলের বিষয়। কেন এখানে বৈঠক হল সেই নিয়ে কোর কমিটির আহ্বায়ককে প্রশ্ন করুন, আমায় নয়। আমি একজন সদস্য মাত্র।’