Birbhum: বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল তৃণমূল কর্মীর বাড়ির দেওয়াল, জখম মহিলা
Birbhum: রবিবার বিকেল ৪টা নাগাদ শেখ লালবাবুর বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। শেখ লালবাবু এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তাঁর স্ত্রী ফজিলা বিবি বলেন, তিনি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের শব্দে জ্ঞান হারিয়ে ফেলেন।

বীরভূম: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের সাঁইথিয়ার আকুডিহী গ্রাম। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল এক তৃণমূল কর্মীর বাড়ির দেওয়াল। আর ভাঙা দেওয়াল পায়ে পড়ে জখম হলেন ওই বাড়ির এক মহিলা। বাড়িতে মজুত রাখা বোমা ফেটে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ।
রবিবার বিকেল ৪টা নাগাদ শেখ লালবাবুর বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। শেখ লালবাবু এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তাঁর স্ত্রী ফজিলা বিবি বলেন, তিনি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের শব্দে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর অভিযোগ, তাঁদের বাড়িতে কেউ বোমা ছুড়ে পালিয়েছে। কারা একাজ করতে পারে প্রশ্ন করায় তাঁর জবাব, বিরোধী দলের লোক করতে পারে।
প্রতিবেশীরাও তাঁর বক্তব্যকে সমর্থন করেন। মজিদা বিবি নামে এক প্রতিবেশী বলেন, বাড়িতে কেউ বোমা রেখে থাকতে পারে? বাইরে থেকে এসেই বোমা মারা হয়েছে। বিস্ফোরণের পর থেকেই শেখ লালবাবুর কোনও খোঁজ পাওয়া যায়নি। তিনি গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু, বাইরে থেকে বোমা মারা হলে তিনি কেন গা-ঢাকা দেবেন, সেই প্রশ্ন উঠেছে।
বিস্ফোরণের খবর পেয়েই আসে সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, ২ দিন আগে সাঁইথিয়ারই দক্ষিণ সৃজা গ্রামে এক তৃণমূল কর্মীরা বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল। বাড়িতে মজুত বোমা ফেটেছিল বলে অভিযোগ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এত বোমা কেন মজুত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

