Tarapith: আজ অমাবস্যা, জলমগ্ন তারাপীঠ মহাশ্মশানে তন্ত্রসাধনা হবে কী করে? উদ্বেগে সাধুসন্তরা
Tarapith: শনিবার বেলা ৩টে ৫১ মিনিটে অমাবস্যা লাগছে। শ্রাবণ মাসের অমাবস্যা বলে কথা। বহু তান্ত্রিক তন্ত্রসাধনা করেন এই তিথিতে। কিন্তু রাতভর বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে মহাশ্মশানে। তাতেই বেড়েছে চিন্তা। তারাপীঠ মহাশ্মশান চত্বরে সর্বত্র এখন শুধুই জল।
বীরভূম: হু হু করে জল বাড়ছে বীরভূমের নদীগুলিতে। দ্বারকার জল বেড়ে এই মুহূর্তে ভাসিয়েছে তারাপীঠ মহাশ্মশান। এদিকে আজ আবার অমাবস্যা। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে দ্বারকা নদীর জল বেড়ে জলের তলায় তারাপীঠ মহাশ্মশান। এই অবস্থায় চিন্তায় তান্ত্রিকরাও। সাধক লক্ষ্মণ লেট বলেন, “শ্মশানেই থাকি। কিন্তু জল ঢুকে পড়েছে বৃষ্টিতে। পা ডোবা জল। তাই মায়ের চরণে ছিলাম রাতে।”
শনিবার বেলা ৩টে ৫১ মিনিটে অমাবস্যা লাগছে। শ্রাবণ মাসের অমাবস্যা বলে কথা। বহু তান্ত্রিক তন্ত্রসাধনা করেন এই তিথিতে। কিন্তু রাতভর বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে মহাশ্মশানে। তাতেই বেড়েছে চিন্তা। তারাপীঠ মহাশ্মশান চত্বরে সর্বত্র এখন শুধুই জল।
মন্দির কমিটির সদস্য তথা সেবাইত তারকনাথ রায় বলেন, “আজ অমাবস্যার দিন। ৩টে ৫১ মিনিটে অমাবস্যা লাগছে। এদিকে জল তো তারাপীঠ মহাশ্মশানে ঢুকে পড়েছে। তাতে সাধু সন্ন্যাসীরা চিন্তিত। আজ এখানে যজ্ঞ হয়। কিন্তু এভাবে জল ঢুকে গেল, কীভাবে সেই যজ্ঞ ওনারা করবেন তা নিয়ে চিন্তিত।”
অন্যদিকে বীরভূম জেলার সতীপীঠ কঙ্কালীতলা শুক্রবারের পর শনিবারও জলমগ্ন। ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। গত পরশু ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে। আর তারই কারণে কঙ্কালীতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায়। মন্দিরের উপর দিয়ে বইছে জল। এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন, পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করছে। অন্যদিকে এই জলমগ্ন হওয়ায় কঙ্কালীতলা দেখতে প্রচুর পর্যটকও ভিড়ও করছেন।