বীরভূম: ‘ওঁরাও মানুষ, আমরাও মানুষ।’ শীতলকুচির ঘটনা প্রসঙ্গে বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিনি বলেন, “ওঁরাও মানুষ, আমরাও মানুষ। হাজার লক্ষ সিআরপিএফ-কেও ভয় পাবেন না আপনারা। আপনারা আপনাদের কাজ করবেন৷” ভোট আবহে (West Bengal Assembly Election 2021) শীতলকুচির (Sitalkuchi) বিতর্কের মাঝেই বললেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)।
সোমবার বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল তৃনমূলের তরফে। যেখানে অংশগ্রহণ করেছিলেন অনুব্রত মন্ডল। সেই সভা থেকেই কর্মীদের রীতিমত পাঠ পড়ান অনুূব্রত। নিজের মন্তব্যের স্বপক্ষে তাঁর আরও যুক্তি, “সিআরপিএফ সব আপনার আমার বাড়ি থেকেই হয়েছে। নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্র।”
শীতলকুচি ইস্যুতে এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত সপ্তাহেই কোচবিহারের সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের আধা সেনাদের ঘেরাও করার পাঠ পড়ান। তাতেই কমিশন তাঁকে শোকজও করে। তারপর চতুর্থ দফা নির্বাচনের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। জোরপাটকি এলাকায় আধা সেনার গুলিতে চার জনের মৃত্যু হয়।
রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। রিপোর্ট তলব করে কমিশন। তাতে সিআরপিএফের গুলি চালনার কথা উল্লেখ থাকে। তবে কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে, ৩০০-৪০০ জন উন্মত্ত জনতা আধা সেনাদের ঘিরে রেখেছিল। আত্মরক্ষার্থে গুলি চালায় সিআরপিএফ। উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে।
এই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভা থেকে সোচ্চার হচ্ছেন নেত্রী। এদিকে মোদী বলেছেন, ‘শীতলকুচির ঘটনা দিদিরই মাস্টারপ্ল্যান’। এ সবের মধ্যে অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্য আবারও রাজনৈতিক মহলে উত্তাপ বাড়াল।