উত্তপ্ত লাভপুর, তৃণমূল কর্মীর স্ত্রী ও মাকে ‘মারধর’

Mar 03, 2021 | 1:14 PM

তৃণমূল (TMC) কর্মীর মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ বীরভূমের (Birbhum) লাভপুরে (Labpur)। উত্তপ্ত ভোট বঙ্গ (West Bengal Assembly Election 2021)।

উত্তপ্ত লাভপুর, তৃণমূল কর্মীর স্ত্রী ও মাকে মারধর
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত লাভপুর (Birbhum Labpur) । তৃণমূল (TMC) কর্মীর মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ। স্ত্রীকে মেরে তাঁর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ বিজেপির (Bengal BJP) বিরুদ্ধে। লাভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে দুই মহিলার। তুঙ্গে রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী রুস্তম শেখ লাভপুরের কল্যাণপুরের বাসিন্দা। অভিযোগ, রুস্তমের বাড়ির পাশের গলিতে বোমা মজুত করছিল বিজেপি কর্মী। বুধবার সকালে রুস্তমের স্ত্রী খইরুন্নেসা বিবি তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। তাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু’পক্ষের কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ, বচসা চলাকালীন অভিযুক্তরা ওই মহিলার ওপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। বউমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রুস্তমের বৃদ্ধ মা। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। বোমা রাখছিল বিরুদ্ধে তৃণমূলেরই বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন।

আরও পড়ুন: এপিসেন্টার নন্দীগ্রাম! মমতা-শুভেন্দু দ্বৈরথ কি অবশ্যম্ভাবী? স্পষ্ট করলেন দিলীপ

এ প্রসঙ্গে বিজেপির স্থানীয় নেতা বিকাশ আচার্য বলেন, “তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঝামেলা হয়েছে। তারাই বোমা রাখছিল। এটা সম্পূর্ণ তৃনমূলের নিজেদের ঝামেলা। বিজেপির কোনও হাত নেই।”

Next Article