West Bengal Assembly Election 2021 Phase 8: অনুব্রতর গড়ে তৃণমূল নেতার খামারবাড়ি থেকে উদ্ধার ৪৩ টি সকেট বোমা
ভোট (West Bengal Assembly Election 2021 Phase 8) চলাকালীনই উদ্ধার ৪৩টি সকেট বোমা। চাঞ্চল্য বীরভূমে (Birbhum)।
বীরভূম: ভোট (West Bengal Assembly Election 2021 Phase 8) চলাকালীনই উদ্ধার ৪৩টি সকেট বোমা। চাঞ্চল্য বীরভূমে (Birbhum)। তৃণমূলের ব্লক সভাপতি খামারবাড়ি থেকে এই সকেট বোমা গুলি উদ্ধার হয়েছে। তৃনমূলের অঞ্চল সভাপতির বাড়ির খামার থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, ভোট গ্রহণের শুরুতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, বিজেপি-তৃণমূল সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের লাভপুর। লাভপুরের ১৩২ নম্বর বুথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। লাঠি নিয়ে চলে হামলা। বুথের সামনেই এই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুথের সামনে থেকে জমায়েত সরিয়ে দেওয়া হয়। ভোটারদের আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। লাভপুরের হাতিয়া গ্রামের ৮১ নম্বর বুথের কাছ থেকে বোমা উদ্ধার হয়।