TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury
Sep 06, 2021 | 3:39 PM
বীরভূম: কৌশিকী অমাবস্যার এই পুণ্য তিথিতে দেবী কালীর পুজো চলে তন্ত্রমতে। বিশেষভাবে তৈরি হয় দেবীর প্রসাদ। জানেন কি, কোন কোন পদ থাকে দেবীর ভোগে?
এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্য়া এবং রাত্রে। চার দফার ভোগের মধ্যে দুপুরে দেওয়া হয় অন্নভোগ। ফ্রায়েড রাইস, সাদাভাত,বাসন্তী পোলাও, সাত রকম ভাজা দেওয়া হয় অপরাহ্ন ভোগে।
সন্ধ্য়ায় মঙ্গল আরতির পর পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি ও ক্ষীর দিয়ে বিশেষ শীতল ভোগ দেওয়া হয়।
রাতে দেওয়া হয় বলির মাংস, মাছ ও কারণ ভোগ। থাকে 'মায়ের বিশেষ পছন্দ' পোড়া শোলমাছও। যেহেতু, তন্ত্রমতে পুজো, তাই বলির মাংস ও কারণবারি ভোগ দেওয়া বাধ্য়তামূলক বলেই মনে করেন পুরোহিতরা। শাস্ত্রমতে, তন্ত্রসাধনায় ভীষণ জরুরি কারণবারি ও মাংস।
কথিত আছে, কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। এই দিন তারার পুজো দিলে ও দ্বারকা নদীতে স্নান করলে পুণ্যলাভ হয় ও কুম্ভস্নানের ফল মেলে বলে বিশ্বাস। কৌশিকী অমাবস্যায় আগামী ৫সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে মন্দির। মঙ্গলবার, রামপুরহাটে মহকুমাশাসকের সভাকক্ষে জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ও মন্দির কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকের শেষে ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তারাপীঠ মন্দির(Tarapith Temple) দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান,তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।