নন্দীগ্রাম: বিধানসভা ভোটের পর ত্রিস্তরীয় পঞ্চায়েতে হটস্পট নন্দীগ্রাম! একুশের বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে (Nandigram) এসেই আচমকা সর্বপ্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তারই পাল্টা চমক বিজেপির! এখনও নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এর মধ্যেই নন্দীগ্রামে প্রার্থীতালিকা প্রকাশ করে দিল BJP নেতৃত্ব। যা সাধারণত নজিরবিহীন। রাজ্যে কোনও রাজনৈতিক দলের এটাই প্রথম পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা। বিজেপির এভাবে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তীব্র কটাক্ষ করেছে বাম ও শাসকদল।
বিজেপি সূত্রে খবর, রবিবার নন্দীগ্রাম -২ ব্লকের হরিপুর ৫ নম্বর অঞ্চলে পঞ্চায়েতে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন বিকালে হরিপুর অঞ্চলের দেবীপুর হাই স্কুল মাঠে বিজেপির নির্বাচনী সভা ছিল। সেই সভাতেই হরিপুর ৫ নম্বর অঞ্চলে পঞ্চায়েতে নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪টিতে ও পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী নাম ঘোষণা করেন বিজেপির তমলুক সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল। এপ্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল বলেন, “নন্দীগ্রামে মানুষের পাশে থাকে বিজেপি কর্মী-সমর্থকেরা। পঞ্চায়েত নির্বাচনের আগে হরিপুরে গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ১৪ টি আসনে প্রার্থী ঘোষণা করলাম। সংখ্যালঘু বলে আমরা আলাদা দেখি না। পঞ্চায়েতে সবাইকে পরিষেবা দেই। তাই সবাইকে নিয়ে প্রার্থী ঘোষণা করলাম। জয়লাভ নিশ্চিত।”
হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায় এখনও ঘোষিত হয়নি। ফলে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেনি। এর মধ্যে নজিরবিহীনভাবে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। যদিও বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা নিয়ে একযোগে তির্যক আক্রমণে সরব হয়েছে বাম ও তৃণমূল শিবির। কটাক্ষের সুরে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ও সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন, “নন্দীগ্রামে হঠাৎ করে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করল। আসলে সমস্যা হচ্ছে সাগরদিঘি উপনির্বাচন, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় একাধিক সমবায় সমিতিতে সিপিএমের জয়। বিজেপি ভয় পেয়েছে তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে। তাই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আগে থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল।”
সিপিএমের সুরেই পদ্মের প্রার্থী তালিকা ঘোষণার পিছনে বিজেপির গোষ্ঠীকোন্দলই কারণ বলে দাবি তৃণমূল নেতৃত্বের। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান কটাক্ষের সুরে বলেন, “নির্বাচন কমিশন এখনও পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেনি। তার আগে থেকেই বিজেপি যন্ত্রণায় প্রার্থী ঘোষণা করছে। বিজেপি প্রার্থী না পাওয়ার আশঙ্কা করে আগে থেকেই প্রার্থী ঘোষণা করছে। তাঁর আরও দাবি, নির্বাচনে হার নিশ্চিত। গত বিধানসভা নির্বাচনে মদ ও মাংস খাইয়ে সিআরপিএফ-কে দিয়ে মারধর করিয়ে ভোট করিয়েছিল। এবার সেই ভোট হবে না, তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রামে ভোটে জিতবে।”
যদিও বিরোধীদের কথায় কর্ণপাত করতে নারাজ বিজেপি। পঞ্চায়েত ভোটে জয়লাভ নিশ্চিত বলে দাবি নন্দীগ্রামের বিজেপি নেতৃত্বের।