চণ্ডীতলায় চণ্ডীর পুজো দিয়ে প্রচারে যশ, ‘টুম্পা সোনা’-র আবহে জোরদার নাচ বিজেপি সমর্থকদের

tista roychowdhury |

Mar 20, 2021 | 7:38 PM

যশের প্রচারে আসা বিজেপি সমর্থকদের এদিন যশের পেছনে ‘টুম্পা সোনা’ গানের আবহে নাচতেও দেখা যায়।

চণ্ডীতলায় চণ্ডীর পুজো দিয়ে প্রচারে যশ, ‘টুম্পা সোনা’-র আবহে জোরদার নাচ বিজেপি সমর্থকদের
প্রচারে যশ, নিজস্ব চিত্র

Follow Us

হুগলি: নির্বচনী প্রার্থী তালিকা ঘোষণার পরেই ‘আসল পরিবর্তনের’ লক্ষ্যে প্রচারে নেমে পড়েছেন বিজেপির (BJP) তারকা প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। শনিবার সকালে, নিজের বিধানসভা কেন্দ্র চণ্ডীতলার চণ্ডী মন্দিরে পুজো দিয়ে নেতাজির মূর্তিতে মালা দেন যশ। এরপর হুডখোলা জিপে চড়ে প্রচার শুরু করেন অভিনেতা। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya) ও অভিনেত্রী পুজা বোস।

এরপর  পায়ে হেঁটে প্রচার করেন যশ। ভক্ত, অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় প্রার্থীকে। এ দিন, যশ বলেন, ‘আমি অভিনেতা বা প্রার্থী হয়ে আসিনি। এসেছি ঘরের ছেলে হয়ে। মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের ভোটেই আমি জিতব।’

প্রচারে আসা বিজেপি সমর্থকদের এদিন যশের পেছনে ‘টুম্পা সোনা’ গানের আবহে নাচতেও দেখা যায়। উল্লেখ্য, চণ্ডীতলায়, তৃণমূলের (TMC) তরফে যশের বিপরীতে প্রার্থী হয়েছেন চণ্ডীতলার বিদায়ী বিধায়ক স্বাতী খাণ্ডেকর।

 

চণ্ডীতলা বিধানসভা (২০১৯ লোকসভা নিরিখে) (Lok Sabha Elections 2019: Chanditala constituency)

দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল (TMC) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (KALYAN BANERJEE) ৮৮১০১ ৪৫.৯
বিজেপি (BJP) দেবজিৎ সরকার (DEBJIT SARKAR) ৭০৮৮৫ ৩৬.৯
সিপিএম (CPIM) তির্থঙ্কর রায় (TIRTHANKAR RAY) ২৪৮৯২ ১৩
কংগ্রেস (Congress) দেবব্রত বিশ্বাস (DEBABRATA BISWAS) ৫২০০ ২.৭

 

চণ্ডীতলা বিধানসভা ২০১৬ (West Bengal assembly elections, 2016: Chanditala constituency)

দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল (TMC) স্বাতী খান্দোকার (SWATI KHANDOKER ) ৯১৮৭৪ ৪৮.২৮
সিপিআই (CPI) আজ়িম আলি (AZIM ALI MD. SK.) ৭৭৬৯৮ ৪০.৮৩
বিজেপি (BJP) সুদীপ্ত চট্টোপাধ্যায় (SUDIPTA CHATTOPADHYAY) ১২৮৪৩ ৬.৭৫
কেউ না (NOTA) কেউ না ৩৩০৫ ১.৭৪

 

চণ্ডীতলা বিধানসভা ২০১১ (West Bengal assembly elections, 2011: Chanditala constituency)

দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল (TMC) স্বাতী খান্দোকার (SWATI KHANDOKER) ৮৬৩৯৪ ৫২.৪৬
সিপিআই (CPI) আজ়িম আলি (AZIM ALI MD SK) ৬৯৪৭৪ ৪২.১৯
বিজেপি (BJP) সুদীপ্ত চট্টোপাধ্যায় (SUDIPTA CHATTOPADHYAY) ৫৪১৩ ৩.২৯
পিডিসিআই (PDCI) সৌগত ঘোষ (MEHDI MASUD SHEKH) ৩৪১৯ ২.০৮
কেউ না (NOTA)

আরও পড়ুন: ‘গদ্দারদের জমিদারি ছিল’, পূর্ব মেদিনীপুরে তাঁকে ঢুকতে দেওয়া হত না বলে অভিযোগ মমতার

 

 

 

Next Article