কর্মীকে ‘ঠান্ডা মাথায় খুন’, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

ঋদ্ধীশ দত্ত |

Mar 18, 2021 | 2:47 AM

বীরভূমের এই দৌর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতর (Anubrata Mondal) নামে অভিযোগ তুলে এ দিন নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির (BJP)। নিহতের পরিবারকে শাসকদলের পক্ষ থেকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

কর্মীকে ঠান্ডা মাথায় খুন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ‘ঠান্ডা মাথায় খুন’ করার অভিযোগ তুলল বিজেপি (BJP)। বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নামে অভিযোগ তুলে এ দিন নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। নিহতের পরিবারকে শাসকদলের পক্ষ থেকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে বাপি আঁকুড়ে নামক এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সাত সকালে গ্রামের গা-ঘেঁষে বয়ে যাওয়া নদীতে মেলে বাপির মৃতদেহ। ঘটনার পর থেকেই বিজেপি দাবি করে, তৃণমূলের লোকজন এই ঘটনায় যুক্ত। শাসকদলের পক্ষ থেকে যথারীতি এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। তবে গেরুয়া শিবির দাবি করছে, চক্রান্ত করেই তাদের দলীয় কর্মীকে খুন করা হয়েছে। অনুব্রত মণ্ডল ছাড়াও অভিযোগ তোলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা ফজলুল রহমান, দুলাল রায়, শেখ শওকত, মজিউর রহমানদের বিরুদ্ধে। অনুব্রত যাতে কোনও ভাবেই ভোটপ্রচারে অংশ না নিতে পারেন সেটা নিশ্চিত করতে চেয়েছে বিজেপি।

আরও পড়ুন: ‘বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব’, ফাঁস হল উপাচার্যের অডিয়ো ক্লিপ

বিজেপির দাবি, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চক্রান্তেই ‘ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে’। এর পাশাপাশি বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে বাংলার শাসকদল রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করছে। এই ধরনের ঘটনা ভোটদাতাদের মনে ভয় ধরাচ্ছে, এবং রাজ্যেও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে বলে দাবি করেছে বিজেপি। যে কারণে অবিলম্বে বিষয়টিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

এই ঘটনায় যদিও ইতিমধ্যেই একজন স্থানীয় শাসকদলের নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে ইলামবাজার থানার পুলিশ।

আরও পড়ুন: একই সঙ্গে ভোটার তালিকায় দু’জায়গায় নাম, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Next Article