‘বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব’, ফাঁস উপাচার্যের অডিয়ো ক্লিপ

বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বার বার বিতর্কে জড়িয়েছেন। এবার ফের নতুন বিতর্ক।

'বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব', ফাঁস উপাচার্যের অডিয়ো ক্লিপ
ফের বিতর্কে বিশ্বভারতী, ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2021 | 4:48 PM

বোলপুর: আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এ বার সরাসরি বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুমকি দিতে শোনা গেল তাঁকে। সম্প্রতি এক গুগল মিটে ভার্চুয়াল বৈঠকে অধ্যাপকদের তিনি এমনটাই বলেছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই অডিয়ো ক্লিপ।

গত ১৫ মার্চ অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠকে  ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানেই তিনি এই ধরনের কথা বলেছেন বলে অভিযোগ। অডিয়ো ক্লিপ গুলি ইতিমধ্যেই ভাইরাল। আর সেই অডিয়ো ক্লিপে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব।’ পাশাপাশি অধ্যাপকদের নানাভাবে হুঁশিয়ারি দিতেও শোনা যাচ্ছে তাঁকে। তিনি বলছেন, ‘আমি এখানে চোর ডাকাত ধরে বের করে দিচ্ছি তাই সবার আমার ওপর রাগ।’ ভাইরাল হওয়া অডিও ক্লিপে তিনি আরও বলছেন, ‘বিশ্বভারতী চোর-ডাকাতদের জায়গা হয়ে গিয়েছে না হলে অনুব্রত মণ্ডল বলছেন উপাচার্য পাগল আর আপনারা চুপ করে সে কথা শুনছেন?’ অধ্যাপকদের তিনি এও বলেছেন যে, ‘কিছু ব্যাড এলিমেন্ট আছে তাদের আমি তাড়াব।’

আরও পড়ুন: ১৯-২০ মার্চ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, যেতে পারেন একেবারে ভোটের ঠিক প্রাক লগ্নে

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আগেও বার বার বিতর্কে জড়িয়েছেন। কখনও অধ্যাপক, অধ্যাপিকা কখনও নোবেলজয়ী অর্মত্য সেনের মতো ব্যক্তিত্বকে কটূক্তি করেছেন তিনি৷

সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখল করে রাখার অভিযোগকে ঘিরে বিতর্কে জড়ান  উপাচার্য। পৌষমেলার মাঠ থেকে ক্যাম্পাসের চারিদিকে পাঁচিল তোলা নিয়ে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের সঙ্গে ঝামেলা চলছে বিশ্বভারতী কর্তৃপক্ষের।