১৯-২০ মার্চ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, যেতে পারেন একেবারে ভোটের ঠিক প্রাক লগ্নে

মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) ১৯-২০ মার্চের নন্দীগ্রাম (Nandigram) সফর আপাতত অনিশ্চিত। সূত্রের খবর, ভোটের (West Bengal Assembly Election 2021) একেবারে আগেই নন্দীগ্রাম যাবেন নেত্রী।

১৯-২০ মার্চ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, যেতে পারেন একেবারে ভোটের ঠিক প্রাক লগ্নে
আপাতত নন্দীগ্রামে যাচ্ছেন না মমতা
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 11:56 AM

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) ১৯-২০ মার্চের নন্দীগ্রাম (Nandigram) সফর আপাতত অনিশ্চিত। সূত্রের খবর, ভোটের (West Bengal Assembly Election 2021) একেবারে আগেই নন্দীগ্রাম যাবেন নেত্রী।

নন্দীগ্রামে ভোট দ্বিতীয় পর্যায়ের ১ এপ্রিল। ১৯-২০ মার্চ নন্দীগ্রামে নির্বাচনী কর্মসূচি ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু সূত্র মারফৎ জানা যাচ্ছে, নন্দীগ্রামে এখনই যেতে পারছেন না নেত্রী। সফর বাতিলের কারণ সম্পর্কে জানা গিয়েছে, পায়ে চোট থাকার কারণে দোতলার বাড়িতে উঠতে পারবেন না নেত্রী।

ভোট পর্যায়েই নন্দীগ্রাম ১ ও ২-এ নেত্রীর থাকার জন্য দুটো বাড়ি নেওয়া হয়েছিল। সেই দুটো বাড়িরই দোতলায় তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পায়ে চোট রয়েছে নেত্রীর। গোড়ালিতে চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকও। তাঁর পরামর্শ মেনেই সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা অসম্ভব মমতার। তাই বিকল্প হিসেবে অন্য বাড়ি দেখা হয়েছিল। কিন্তু সেই সব বাড়ি পছন্দ হয়নি। সম্ভাব্য সেই কারণে নন্দীগ্রামে প্রচারে এখনই যেতে পারছেন না মমতা। একেবারে শেষ দফায় গিয়ে প্রচার করবেন তিনি।

উল্লেখ্য, শেষবার প্রচারে গিয়েই গত বুধবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। তাঁর বাঁ পায়ে আপাতত ব্যান্ডেজ করা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন দিনের মধ্যেই হুইলচেয়ারে প্রচারে বেরিয়েছিলেন মমতা। রাজপথে মিছিলে যোগ দিয়েছেন। জঙ্গলমহলে নির্বাচনী সভা করেছেন। কিন্তু সে সব জায়গাতেই নেত্রীর ওঠানামার জন্য ঢালু পাটাতনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: দিলীপ আগ্রহী, নিমরাজি মুকুল! একুশের লড়াইয়ে মুখ বাছাইয়ে শাহী চাপ

মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তাঁর ওঠানামা করতে বিশেষত গাড়িতে ওঠানামা করতে একটু অসুবিধা হচ্ছে। তাঁর পায়ের চোটের কারণেই নন্দীগ্রাম সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।