ভিডিয়ো: ভারতের মুসলিমরা এক হলে ৪ টে পাকিস্তান তৈরি হবে, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

পালটা ফোঁস করতে শুরু করেছে বিজেপি। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক ৪৮ ঘণ্টার মাথায় এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে।

ভিডিয়ো: ভারতের মুসলিমরা এক হলে ৪ টে পাকিস্তান তৈরি হবে, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক
ছবি-টুইটার

|

Mar 25, 2021 | 5:52 PM

বীরভূম: বাংলার ভোটেও (West Bengal Assembly Election 2021) এ বার উঠে এল পাকিস্তান (Pakistan) প্রসঙ্গ। মুসলিমদের (Muslim) ভোট একত্রিত করে চারটি পাকিস্তান বানানোর কথা শোনা গেল তৃণমূল (TMC) নেতার মুখে। যা নিয়ে পালটা ফোঁস করতে শুরু করেছে বিজেপি। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক ৪৮ ঘণ্টার মাথায় এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে।

ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার সকালে নিজের টুইটারে একটি ভিডিয়ো টুইট করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। টুইটে দেখা যায়, বীরভূম জেলার নানুরের স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। হাতে তাঁর স্থানীয় তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার ছিল। তবে মাইক তুলে নিয়ে তিনি যে ধরনের বক্তব্য রাখেন, তা বিতর্কের জন্ম দিয়েছে।

তৃণমূল নেতা শেক আলমকে বলতে শোনা যায়, “আমরা যারা সংখ্যালঘু তাঁরা ৩০ শতাংশ। আর বাকি ৭০ শতাংশকে নিয়ে তাঁরা (বিজেপি) গদিতে আসবেন! লজ্জা করা উচিত। আমরা যারা ভারতের সংখ্যালঘু আছি, তাঁদেরকে এক করে দিলে চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।”

আরও পড়ুন: রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে: কোন পেশার মানুষ ঝুঁকে কোন দিকে? দুর্নীতি কি ভোগাবে তৃণমূলকে?

এই ভিডিয়োটি টুইট করে অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি এই অবস্থানকে সমর্থন করেন? এরকম বাংলা কি আমরা দেখতে চায়?” তিনি আরও লেখেন, “গত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণের রাজনীতির কারণেই শেখ আলমের মতো তৃণমূল নেতারা চারটি পাকিস্তানের স্বপ্ন দেখার দুঃসাহস পান। মমতা সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে দ্বিতীয় স্তরের নাগরিকের মতো করে ব্যবহার করছেন। বাংলায় দুর্গার বিসর্জনের জন্যও আদালতের অনুমতি নিতে হচ্ছে।”

অমিত মালব্যের এই টুইট ভাইরাল হওয়ার পরই তৃণমূল এই মন্তব্য থেকে নিজেদের আলাদা করতে চেয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা ওঁর ব্যক্তিগত মতামত। দল এটার সমর্থন করে না।

আরও পড়ুন: ‘দিদিকে একবার সরিয়ে দিন, তারপর..’, আদিবাসীদের জন্য গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি শাহের