Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তৃণমূল খেলা করেছে, খুন হয়েছেন আনন্দ’, শীতলকুচিকাণ্ডে এ বার সরাসরি মমতাকে নিশানা করলেন রাজীব

প্রসঙ্গত, চতুর্থ দফার নির্বাচনে গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোরপাটকীতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। সেই চারজনের মধ্যে একজন ছিলেন আনন্দ বর্মণ। ১৮ বছরের আনন্দের মৃত্যুতে তৃণমূল নেতা (TMC) ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেন, আনন্দকে খুন করেছে বিজেপির হার্মাদ বাহিনী।

'তৃণমূল খেলা করেছে, খুন হয়েছেন আনন্দ', শীতলকুচিকাণ্ডে এ বার সরাসরি মমতাকে নিশানা করলেন রাজীব
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 14, 2021 | 8:57 PM

উত্তর ২৪ পরগনা: পঞ্চম দফা নির্বাচনের আগে শেষ প্রচারে গিয়ে শীতলকুচি কাণ্ড নিয়ে সরব হলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার, রাজীব বারাসাতের বিজেপি (BJP) প্রার্থী শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে আসেন।

এ দিন, প্রচারে নেমে রাজীব বলেন, ‘তৃণমূলের (TMC) খেলার জন্যই আনন্দ বর্মণকে খুন হতে হল। তৃণমূল বলে খেলা হবে। সেই খেলাই দেখিয়েছে। মমতা বন্দ্যেপাধ্যায়ের চোখের জল পড়েছে, তবে সেখানে আনন্দ বর্মণের স্থান নেই। আনন্দ বর্মণ রাজবংশী বলেই কি এই অনাচার! শীতলকুচির গুলিকাণ্ডে শুধু ওই চারজনের জন্যই দিদির চোখের জল পড়ল! শোক তো মৃত্য়ু দেখে হয় না। আসবে খেলা দেখানোই তো তৃণমূলের উদ্দেশ্য।’

প্রসঙ্গত, চতুর্থ দফার নির্বাচনে গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোরপাটকীতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। সেই চারজনের মধ্যে একজন ছিলেন আনন্দ বর্মণ। ১৮ বছরের আনন্দের মৃত্যুতে তৃণমূল নেতা (TMC) ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেন, আনন্দকে খুন করেছে বিজেপির হার্মাদ বাহিনী। শুধু তাই নয়, বুধবার পরপর কয়েকটি জনসভায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, আনন্দ বর্মণকে খুন করেছে বিজেপি (BJP)। বুধবার, মাথাভাঙায় যান মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু, সেই অনুষ্ঠানে দেখা যায়নি আনন্দ বর্মণের পরিবারকে।

আরও পড়ুন: ‘নির্বাচন কমিশন বিজেপির দালাল’,মেমারিতে প্রচারে এসে বিস্ফোরক সুজাতা