Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিভি ভেঙে, পোড়ানো হল পতাকা-ফেস্টুন, ধুন্ধুমার বিজেপি কার্যালয়ে, উত্তপ্ত নাটাবাড়ি

 গেরুয়া শিবিরের তরফে অভিযোগ, সোমবার রাতে আচমকাই কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

টিভি ভেঙে, পোড়ানো হল পতাকা-ফেস্টুন, ধুন্ধুমার বিজেপি কার্যালয়ে, উত্তপ্ত নাটাবাড়ি
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 11:33 PM

কোচবিহার: যতই এগিয়ে আসছে নির্বাচন, ততই জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার রাতে, নাটাবাড়িতে, বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে, পতাকা ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শিববাড়ি রাজ্যসড়ক অবরোধ করল বিজেপির কর্মী সমর্থকেরা। প্রায় বেলা সাড়ে বারোটা পর্যন্ত চলল এই অবরোধ।

গেরুয়া শিবিরের (BJP) তরফে অভিযোগ, সোমবার রাতে আচমকাই কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেইসময়, কার্যালয়ে কোনও কর্মী ছিলেন না। ভাঙচুর করা হয়, কার্যালয়ের সমস্ত জিনিস। ছিঁড়ে ফেলা হয় বিজেপির ফেস্টুন, পতাকা। এমনকি আগুন জ্বালিয়ে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির (BJP) কর্মী সমর্থকেরা।

যদিও, গেরুয়া শিবিরের এই অভিযোগ যদিও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে শাসক শিবির। ঘাসফুল (TMC) শিবিরের অভিযোগ, ওই কার্যালয়টি তৃণমূলের ছিল। সেটি অন্যায়ভাবে দখল নেয় বিজেপি। এমনকী তৃণমূলের পথসভাতেও হামলা চালায়। দলীয় কার্যালয়ে যে ভাঙচুর হয়েছে তা বিজেপির নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্বের জের।

এই ঘটনায় গেরুয়া শিবিরের তরফ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে লিখিত অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: ফের জোটে জট! প্রার্থী বদল চেয়ে জেলায় জেলায় বিক্ষোভ কংগ্রেসের