লাভপুর খুনের মামলায় জামিন মুকুলের, আদালতে সওয়াল দিলীপ ঘোষের

ঋদ্ধীশ দত্ত | Edited By: arunava roy

Mar 22, 2021 | 5:43 PM

মুকুল রায় (Mukul Roy) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বছর খানেক পর লাভপুর থানা থেকে এই মামলা রুজু করা হয় ২০১৮ সালে।

লাভপুর খুনের মামলায় জামিন মুকুলের, আদালতে সওয়াল দিলীপ ঘোষের
ফাইল চিত্র

Follow Us

বীরভূম: একুশের বিধানসভা ভোটে লড়বেন বিজেপি সর্বভারতীয় সভাপতি মুকুল রায় (Mukul Roy)। তার আগে লাভপুরের সিপিএম সমর্থক তিন ভাইয়ের খুনের ঘটনায় বোলপুর নিম্ন আদালত থেকে জামিন (Bail) নিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী। সোমবার ৫০ হাজার টাকার বন্ড দিয়ে জামিন পেলেন মুকুল।

বিজেপি প্রার্থী মুকুল রায়ের নামে ভারতীয় দণ্ডবিধির ধারায় (৩০২) খুনের অভিযোগ প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ৩২৩, ৩৬০, ১৪৭, ১৪৪ অস্ত্র আইনেও মামলা রয়েছে। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বছর খানেক পর লাভপুর থানা থেকে এই মামলা রুজু করা হয় ২০১৮ সালে।

ঘটনাচক্রে বোলপুর আদলতে মুকুলের আইনজীবীর নাম দিলীপ ঘোষ। তিনি এ দিন জানান, রাজ্যের উচ্চ আদালত ইতিমধ্যেই মকুল রায়ের জামিন মঞ্জুর করেছে। যেহেতু বীরভূম জেলার লাভপুর থানা থেকে এই মামলা করা হয়েছিল, তাই আইনকে সম্মান জানিয়ে আজ বোলপুর আদলতের এসজিএম অয়ন কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে ৫০ হাজার টাকা বন্ড দিয়েছেন মুকুল। এসজিএম আদলতের বিচারক তা মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে সংক্রমণ, এক-দু’দিনের মধ্যেই কি লকডাউন?

২০১০ সালে লাভপুরে বালিঘাট দখল নিয়ে তিন সিপিএম সমর্থক খুন হন লাভপুরে। বর্তমান বিজেপি নেতা তথা একদা তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম ও তাঁর ভাই আনারুলের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতারও হন তাঁরা। তবে পরে মুক্ত হয়ে গেলে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হয়। ২০১৯ সালে হাইকোর্ট পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই মামলার তদন্তের নির্দেশ দেন। পরবর্তী চার্জশিট পেশ হলে দেখা যায়, সেখানে মুকুল রায়ের নামও রয়েছে। সেই মামলাতেই এ দিন জামিন পেলেন মুকুল।

আরও পড়ুন: অমানবিক, স্ত্রীর যৌনাঙ্গ অ্যালুমিনিয়াম তার দিয়ে সেলাই করল স্বামী

Next Article