Khejuri: খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি হাতছাড়া শাসকের, তৃণমূলের দাবি, শিশির ভোটেই জয় বিজেপির

Khejuri: প্রসঙ্গত, গত ৫ তারিখের মতন জেলা শাসক এদিনের ভোটে অশান্তির আঁচ থাকলেও বাড়তি নিরাপত্তার বিশেষ নজর সেই বাধাকে সরিয়ে দিয়েছে। এদিনের ২৪ জনের মধ্যে তৃণমূলের মোট প্রাপ্য ভোট ১১টি।

Khejuri: খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি হাতছাড়া শাসকের, তৃণমূলের দাবি, শিশির ভোটেই জয় বিজেপির
খেজুরি ২ পঞ্চায়েত সমিতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 21, 2023 | 12:17 PM

পূর্ব মেদিনীপুর: জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম, খেজুরি, ময়না , হলদিয়া কাঁথি,রামনগর ছিল হটস্পট। এ সবের মধ্যেই বাড়তি নজর ছিল খেজুরি দুই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচনে। আর এই অশান্তি এড়াতে খেজুরি দু’নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের আগে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে কড়া নিরাপত্তার ত্রিস্তরীয় বলয় পার করে। খেজুরি-২ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল ১৫। বিজেপি পায় ৯টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য। ফলে তৃণমূল ৮, বিজেপি ৭। খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়।

গত ৫ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গন্ডগোল বেঁধে যায়, বোমাবাজির অভিযোগ ওঠে। শিশির অধিকারি গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশ ২০ সেপ্টেম্বর জেলাশাসকের দফতরে স্থায়ী সমিতি গঠন করা হবে।

সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলাশাসকের দফতরের ৫০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। খেজুরি দু’নম্বর পঞ্চায়েত স্থায়ী সমিতি নির্বাচনে ২৪ জন সদস্য অংশগ্রহণ করতে পারবে। পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য, এছাড়াও পঞ্চায়েতের প্রধান, খেজুরির বিধায়ক কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী ভোট দান করেন।

প্রসঙ্গত, গত ৫ তারিখের মতন জেলা শাসক এদিনের ভোটে অশান্তির আঁচ থাকলেও বাড়তি নিরাপত্তার বিশেষ নজর সেই বাধাকে সরিয়ে দিয়েছে। এদিনের ২৪ জনের মধ্যে তৃণমূলের মোট প্রাপ্য ভোট ১১টি। এবং বিজেপি পায় ১৩টি ভোট। তার মধ্যে সাংসদ ও বিধায়কের ভোট রয়েছে। অর্থ,পূর্ত, নারী ও শিশু কল্যাণ,কৃষি ও সেচ,বন ও ভূমি, শিক্ষা ও সংস্কৃতি, মৎস্য ও প্রাণী সম্পদ, জন স্বাস্থ্য ও কারিগরি,অচিরাচারিত শক্তি-সহ একাধিক পঞ্চায়েতের দফতর বিজেপি নিজেদের দখলে রাখল। কার্যত শুভেন্দুর চালে সভাপতি-সহ সভাপতি ছাড়া আর কিছুই জুটল না তৃণমূলের কপালে।

খেজুরির তৃণমূল নেতা অসীম মণ্ডল বলেন, “শিশিরবাবু বেইমানি করেছেন দলের সঙ্গে। শিশিরবাবু ভোট দিয়েছেন বলেও বিজেপি জয়ী হল।” অন্যদিকে সাংসদ শিশির অধিকারী বলেন, “আমি সাংসদ। এলাকার উন্নয়নের স্বার্থেই আমি বিবেচনা করে ভোট দিয়েছি।”