‘জিন্দাবাদ অনুব্রত, বিজেপি করে ভুল করেছি’, ঘাসফুলে ‘ঘরওয়াপসি’ ২০০ বিজেপি কর্মীর

tista roychowdhury |

Jun 09, 2021 | 7:57 PM

বুধবার, সদ্য় বিজেপিত্যাগী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।

জিন্দাবাদ অনুব্রত, বিজেপি করে ভুল করেছি, ঘাসফুলে ঘরওয়াপসি ২০০ বিজেপি কর্মীর
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: বঙ্গ ভোট মিটলেও শেষ হয়নি দলবদল। বরং, বিধানসভা নির্বাচনে লক্ষ্য পূরণ না করতে পারার পর থেকেই দলে ‘বেসুর’ বাজতে শুরু করেছেন একাধিক নেতৃত্ব। যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে তৃণমূলস্তরীয় (TMC) কর্মীদের উপরেও। বুধবার, নানুরে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২০০ জন বিজেপি কর্মী।

বুধবার, সদ্য় বিজেপিত্যাগী কর্মীদের হাতে তৃণমূলের (TMC) দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। যোগদানপর্বের অনুষ্ঠানে দেখা যায়, অনেক কর্মীদের হাতেই রয়েছে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘বিজেপি করে ভুল করেছি। এবার থেকে তৃণমূল।’ শুধু তাই নয়, যোগদান পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামেও জয়ধ্বনি দেন সদ্য় তৃণমূলে যোগদানকারী কর্মীরা।

এছাড়াও, এদিন এই অনুষ্ঠানে ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও জেলা নেতৃবৃন্দ। যোগদান পর্বের অনুষ্ঠানে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “মানুষ নিজের ভাল বুঝছে, তাই তৃণমূলে ফিরছে। আমরা দেখে শুনে তাদের ফিরিয়ে নিচ্ছি। আজ যারা যোগদান করেছে তারা সকলেই কীর্ণাহারের শ্রমজীবী সংগঠনের সাথে যুক্ত ছিল।”

উল্লেখ্য, গতকালই লাভপুরের বিপ্রুটিকুড়ি গ্রামে বিজেপি কর্মীদের মাইক বাজিয়ে টোটো নিয়ে ঘুরে মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। এমনকি, তারা তৃণমূলে যোগদানেরও ইচ্ছা প্রকাশ করে। যদিও, আজ এই বিজেপি কর্মীরা যোগদান করেনি তৃণমূলে।

আরও পড়ুন: ‘তৃণমূলের নামে মিথ্যা অপবাদ ও কুৎসা প্রচারের জন্য দুঃখিত’, মাইকিং করে ‘ভুল স্বীকার’ বিজেপি কর্মীদের!

 

 

`

Next Article
‘মেয়ে-বউকে নিয়ে শুয়ে ছিলাম, মাঝরাতে ওরা ঘরে বোমা ছুড়ল’, কাঁপতে কাঁপতে বললেন তৃণমূল কর্মী
বিজেপি কর্মীর দুই বোনকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ও যৌননিগ্রহের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, গ্রেফতার ১