AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shiv Thakur Mondal: শিবঠাকুরের অভিযোগেই থমকে গিয়েছিল অনুব্রতর দিল্লি-যাত্রা, এবার কী বলছেন তিনি?

সেবার অনুব্রতর বিরুদ্ধে মামলা করলেও কিছুটা ভয় পেয়েছিলেন বলে জানিয়েছিলেন শিবঠাকুর। এখন আর কোনও ঝামেলায় তিনি জড়াতে চাইছেন না।

Shiv Thakur Mondal: শিবঠাকুরের অভিযোগেই থমকে গিয়েছিল অনুব্রতর দিল্লি-যাত্রা, এবার কী বলছেন তিনি?
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে শিবঠাকুর মণ্ডলের প্রতিক্রিয়া।
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 6:51 PM
Share

বোলপুর: ২০২২-এর শেষ। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে ইডি-র দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। সকাল হলেই হয়ত অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু, তার আগে রাতেই দায়ের হল একটি FIR। আর সেই FIR-এর ভিত্তিতে পরদিন সকালেই জেলার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গ্রেফতার করল বীরভূম পুলিশ। স্থগিত হয়ে গেল অনুব্রতর দিল্লি যাত্রা। পুলিশের অভিযোগ, অনুব্রত মণ্ডল নাকি মাস কয়েক আগে দলীয় কার্যালয়ে শিবঠাকুর মণ্ডলকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই শিবঠাকুরের অভিযোগেই কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় থমকে যায়। বলা যায়, একেবারে দূতের মতো এসে কেষ্টর দিল্লি যাত্রা আটকে দেন শিবঠাকুর। আড়াই মাস পর ফের অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে আদালতের তরফে সবুজ সংকেত মিলেছে। এবার কী বলছেন শিবঠাকুর? TV9 বাংলার মুখোমুখি সেই আগন্তুক।

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে এবার কী বলছেন শিবঠাকুর মণ্ডল? হঠাৎ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার বেশ অপ্রস্তুতে পড়তে দেখা গেল শিবঠাকুরকে। তাঁর একটাই মন্তব্য, “এটা আইনি ব্যাপার। এব্যাপারে কোনও মন্তব্য করব না।” গতবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার সময় যে থানায় FIR দায়ের করেছিলেন? অপ্রস্তুত শিবঠাকুরের জবাব, “সেবার অভিযোগ করেছিলাম। এখন আমার কিছু বলার নেই।” এবার যেন অনেকটাই সাবধানী একদা অনুব্রত-ঘনিষ্ঠ এই তৃণমূল কর্মী।

সেবার অনুব্রতর বিরুদ্ধে মামলা করলেও কিছুটা ভয় পেয়েছিলেন বলে জানিয়েছিলেন শিবঠাকুর। এপ্রসঙ্গে তিনি বলেন, “সেবার মামলা করেছিলাম। তাই ভয় পেয়েছিলাম।” এখন আর সেরকম কোনও ঝামেলায় যে তিনি জড়াতে চাইছেন না, তা তাঁর এদিনের কথাতেই স্পষ্ট।

শিবঠাকুর মণ্ডল এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। যদিও তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এদিন সাংবাদিকদের কাছে কার্যত আক্ষেপ প্রকাশ করেন তিনি। যদিও দল থেকে বহিষ্কারের কারণ তিনি স্পষ্ট করেননি। তবে দল বহিষ্কার করলেও তিনি আজও তৃণমূলের ভক্ত বলে দাবি জানাচ্ছেন শিবঠাকুর। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছি, মানুষের জন্য কাজ করি। বর্তমানে আমাকে দল থেকে বহিষ্কার করেছে। সেজন্য কিছু বলি না। তবে এখনও মানুষের জন্য কাজ করি।”

শিবঠাকুর এতকিছু বললেও অনুব্রতর দিল্লি যাত্রা সম্পর্কে এবার কার্যত মুখে কুলুপ এঁটেছেন। তাহলে কি এবার কেষ্টর দিল্লি যাত্রা ঠেকাতে শিবঠাকুর বা তাঁর মতো কেউ এগিয়ে আসছেন না? এমন প্রশ্নও ঘুরছে রাজনীতির অন্দরে।