বারাকপুর: ভোট আসতেই ফের অশান্ত হয়ে উঠল বারাকপুর শিল্পাঞ্চল। সোমবার সন্ধ্যায় ভাটপাড়া থানার নাকের ডগায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। দু’জন আঘাত পান বলেও খবর সূত্রের। তবে ভোটের আবহে এই বিস্ফোরণের জেরে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে ভাটপাড়া পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান মকসুদ আলমের বাড়ির জানলা ভেঙে যায়। মকসুদ আলমের দাবি, মজুত করে রাখা বোমা ফাটার কারণেই এই ঘটনা ঘটে। যদিও কারা সেই বোমা মজুত করে রেখেছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তরজায় মেতেছে শাসক ও বিরোধী উভয় পক্ষ। তবে ভোটের আবহে ভাটপাড়া থানার অদূরেই এই বিস্ফোরণ ঘটায় ২০১৯ সালের ভয়াবহ স্মৃতি উস্কে গিয়েছে।
গোটা ঘটনায় স্থানীয় বিজেপি নেতা উমাশংকর সিং শাসকদলের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই দুষ্কৃতীরা এই বোমা রেখেছিল। পুলিশ সূত্রে খবর, আহত দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভোটের আগে পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করতে এই বোমা এনে রাখা হয়েছিল কিনা তা ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পড়েছে পুলিশ।
আরও পড়ুন: নীরবতা ভাঙলেন বুদ্ধদেব, ভোট বাংলায় লিখিত বিবৃতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের সময় অপ্রীতিকর কারণে শিরোনামে উঠে এসেছিল ভাটপাড়া। মুড়ি মুড়কির মতো বোমাবাজি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মাসখানেক গোটা ভাটপাড়া একপ্রকার অবরুদ্ধ হয়ে ছিল বলা চলে। এমনকি, দুষ্কৃতীদের গুলিতে ঝরেছিল তরতাজা প্রাণও। আজকের বিস্ফোরণ কার্যত দু’বছর আগের সেই ভাটপাড়ার কথা মনে করিয়ে দিয়েছে স্থানীয়দের। নতুন করে আর কোনও ভাবেই অশান্তি দেখতে চান না তাঁরা।
আরও পড়ুন: ‘বয়সজনিত কারণেই মৃত্যু, তৃণমূলের কোনও যোগ নেই’, নিমতার সেই বৃদ্ধার মৃত্যুতে প্রতিক্রিয়া সৌগতর