BSF: সীমান্তে গুলি চালিয়ে দিল BSF, প্রথমবারেই কুপোকাত বাংলাদেশিরা

BSF: বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি পাচারকারি বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা। বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে পাঁচজন পাচারকারীরা প্রতিরোধ গড়ে তোলে। এক জওয়ানের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। তারপর হামলা চালায়। যার ফলে বিএসএফ জওয়ানের গুরুতর আহত হন।

BSF: সীমান্তে গুলি চালিয়ে দিল BSF, প্রথমবারেই কুপোকাত বাংলাদেশিরা
বিএসএফ চালালো গুলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2025 | 12:38 PM

গঙ্গারামপুর: বারণ কলেও কানে কথা যাচ্ছিল না ওদের। বারবার নিষেধ করেছিল বিএসএফ (BSF)। তারপরও এ দেশে ঢুকে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশিরা। এমনকী, সীমান্তে কাঁটাতারটুকুও কেটে দিয়েছিল কাফ সিরাপ পাচারের চেষ্টায়। বিষয়টি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের। বাধা দেয়। কিন্তু কথা না শুনে তাদের উপরই হামলা চালায় বাংলাদেশি পাচারকারীরা। শেষে বাধ্য হয়ে গুলি ছোড়ে বিএসএফ। তাঁদের ছোড়া গুলিতে আহত হল এক বাংলাদেশি পাচারকারী। বুধবার সকালে চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুর ভারত বাংলাদেশ সীমান্তে। পাচারকারীদের হামলায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। দুজনকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি পাচারকারি বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা। বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে পাঁচজন পাচারকারীরা প্রতিরোধ গড়ে তোলে। এক জওয়ানের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। তারপর হামলা চালায়। যার ফলে বিএসএফ জওয়ানের গুরুতর আহত হন।

আহত বিএসএফ জওয়ানের নাম অরফেস কুমার (২৫)। এরপর বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। এতে মহম্মদ আলাউদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়। ঘটনার পর আহত বাংলাদেশি যুবক ও বিএসএফ জওয়ানকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গোটা সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফের ১৭৪ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা।

অন্যদিকে তপন থানার গুড়াইল গ্রাম পঞ্চায়েতের লক্ষীনারায়ণপুর এলাকায় পাচারের সময় চারটি গোরু সহ এক বাংলাদেশিকে ধরেছে। ধৃতের নাম ফিরোজ গনী। বাড়ি বাংলাদেশে। গঙ্গারামপুরের মল্লিকপুর বর্ডারে পাচারের চেষ্টা করছিল। বাধা দেওয়ায় এক বিএসএফ কর্মী পাচারকারীদের হাতে আক্রান্ত হয়েছেন। সেই সময় নিজের রক্ষার্থে গুলি চালালে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি।