মেখলিগঞ্জ: রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের বর্তমান বিধায়কের কন্যা অঙ্কিতা অধিকারীর পদে বর্তমানে চাকরি করছেন ববিতা সরকার। এবার তাঁর সেই কর্মস্থলে হানা দিল সিবিআই। শনিবার দুপুরে মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে আসেন সিবিআইয়ের এক আধিকারিক। প্রায় ৬ ঘণ্টা তিনি স্কুলে উপস্থিত ছিলেন এবং প্রধান শিক্ষিকা সহ পরিচালন কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে আসেন সিবিআইয়ের এক আধিকারিক। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি স্কুলে ছিলেন। সিবিআই আধিকারিক অবশ্য একা স্কুলে আসেননি। এদিন সিবিআই আধিকারিকের সঙ্গে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে আসেন মেখলিগঞ্জের প্রাক্তন সহকারী বিদ্যালয় পরিদর্শক অনিমেষ দেবনাথ, স্কুলের প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি বাবলি ঘোষ, পরিচালন কমিটির সদস্য বিষ্ণু অধিকারী। তাঁদের উপস্থিতিতেই সিবিআই আধিকারিক স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়াকে জিজ্ঞাসাবাদ করেন।
যদিও সিবিআইয়ের স্কুল পরিদর্শন নিয়ে মুখ খুলতে চাননি স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া সহ অন্যান্যরা। কেন সিবিআই আধিকারিক স্কুলে আসেন এবং তাঁকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সে ব্যাপারে কোনও মন্তব্য করেননি রঞ্জনা রায় বসুনিয়া। তবে অঙ্কিতার ‘শিক্ষিকা পদের’ বিষয়ে ‘খোঁজখবর’ নিতেই সিবিআই আধিকারিক স্কুলে হানা দেন বলে সূত্রের খবর। অঙ্কিতা অধিকারী যে পদে নিযুক্ত হয়েছিলেন, সেই ‘রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদের’ বিষয়ে প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়াকে এদিন বিভিন্ন প্রশ্ন করা হয় বলেই সূত্রের দাবি।
প্রসঙ্গত, মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পদে নিযুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। অভিযোগ, দ্বিতীয় কাউন্সিলিংয়ে শূন্যপদের তালিকায় এই বিদ্যালয়ের নাম ছিল না। শূন্যপদ ছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি গার্লস হাই স্কুলের। শূন্যপদ না থাকলেও প্রাক্তন মন্ত্রী-কন্যাকে বাড়ির পাশে চাকরি দিতেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়েই নিয়োগ করা হয়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাঁর জায়গায় চাকরিতে যোগ দেন মামলাকারী ববিতা সরকার। এদিন সেই নিয়োগে তৎকালীন পরিচালন কমিটির ভূমিকাও খতিয়ে দেখেন সিবিআই আধিকারিক। তবে ববিতা সরকার এদিন স্কুলে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।