
শ্রীরামপুর: ব্যবসায়ীকে ছুরি মেরে পালালো আর এক ব্যবসায়ী। জানা যাচ্ছে, যাকে ছুরি মারা হয়েছে তিনি পাঁঠার মাংস বিক্রি করেন। আর যাঁর বিরুদ্ধে এই অভিযোগ তিনি আবার মুরগির মাংসের ব্যবসায়ী। হুগলির শ্রীরামপুরের ধর্মতলা এলাকার ঘটনা।
আহত ব্যক্তির নাম আবদুল কুরেশি। তাঁকে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ বুধবার দুপুরে দোকানের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন শ্রীরামপুর মরাদানের বাসিন্দা আবদুল কুরেশি। হঠাৎ তাঁর গলায় ছুরি চালিয়ে দেয় অভিযুক্ত। আগে মুরগির দোকান বন্ধ করে দিয়েছিল কুরেশি। যা নিয়ে মামলা চলছে দুজনের মধ্যে। পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণ বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজ শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।