CM Mamata Banerjee: দিঘার সৈকতে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, বাঁদরকে খাওয়ালেন বিস্কুট

CM Mamata Banerjee: বুধবার তিনদিনের জন্য দিঘা সফরে এসেছেন মমতা। আসার পথেও চেনা ছন্দে বহু মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মেটান ছোটদের আবদার। রাধামনি, নন্দকুমার, বাজকুল এলাকায় উষ্ণ অভ্যর্থনাও গ্রহণ করেন।

CM Mamata Banerjee: দিঘার সৈকতে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, বাঁদরকে খাওয়ালেন বিস্কুট
সৈকতে মমতা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 26, 2025 | 9:28 PM

দিঘা: কয়েকদিন আগেই হয়েছে মন্দিরের উদ্বোধন। রাত পোহালেই দিঘায় প্রথমবারের মতো গড়াবে রথের চাকা। ইতিমধ্যেই দিঘায় চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার বিকালে দিঘার সৈকতে অন্য মেজাজে দেখা গেল মমতাকে। বাঁদরকে বিস্কুট খাওয়ালেন মুখ্যমন্ত্রী। 

বুধবার তিনদিনের জন্য দিঘা সফরে এসেছেন মমতা। আসার পথেও চেনা ছন্দে বহু মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মেটান ছোটদের আবদার। রাধামনি, নন্দকুমার, বাজকুল এলাকায় উষ্ণ অভ্যর্থনাও গ্রহণ করেন। এদিকে রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত নগরীকে। জোরকদমে চলছে নজরজারি। প্রশাসন মনে করছে, রথ উপলক্ষে দিঘায় প্রায় ২ লক্ষ মানুষের জনসামগম হতে পারে। 

এদিন আবার দিঘা থেকেই আবার সংবাদিক বৈঠক করেন। নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে তুলেছেন গুরুতর অভিযোগ। মমতার অভিযোগ, বাংলার ভোটার লিস্টে ভিন রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। বাদ পড়ার আশঙ্কা গ্রাম-বাংলার মানুষদের। মমতার এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তোপ দেগেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলছেন, “মর্নিং শোজ দ্যা ডে। স্মেল ইজ ভেরি ব্যাড। উনি ফিয়ার সাইকোসিসে ভুগছেন।” আক্রমণের ধার বাড়িয়ে বলেন, “উনি নিজে বুঝে গিয়েছেন সব স্মুথ হবে না। কোনও কিছু ঠিক নেই।”