Chopra Lok Sabha Election 2024: ভোটদানের ছবি ‘ভাইরাল’ সোশ্যাল মিডিয়ায়, বুথের মধ্যেই উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

Prasenjit Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 26, 2024 | 12:46 PM

উত্তর দিনাজপুরের চোপড়া দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। চোপড়ার বিভিন্ন বুথ থেকে অভিযোগ উঠছে, যে কোন ভোটার কে কাকে ভোট দিচ্ছেন, সেটা ভিডিয়ো  রেকর্ডিং তুলে নিয়ে আসছেন।

Chopra Lok Sabha Election 2024: ভোটদানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, বুথের মধ্যেই উঠল জয় শ্রী রাম স্লোগান
বুথে ভোটদানের ছবি ভাইরাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

চোপড়া: দ্বিতীয় দফার ভোটে এক বেনজির অভিযোগ! চোপড়া দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। চোপড়াতেই বিভিন্ন বুথে ভোটদানের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কে কাকে ভোট দিচ্ছেন, তা ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষেত্র বিশেষে ভোটারদের দিয়েই জোর করে ছবি তোলানোর অভিযোগ উঠছে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভাইরাল ভিডিয়ো খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তৃণমূল  বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে।

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটা দেখলেই কে কাকে ভোট দিচ্ছেন, স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার ভোট দানের পর বুথের মধ্যে ‘জয়ী শ্রী রাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।  শাসক বিরোধী পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, কাকে ভোট দিচ্ছেন ভোটাররা, সেটা সুনিশ্চিত করতেই এটা করা হচ্ছে। বিভিন্ন বুথে এখন সেক্টর অফিসাররা গিয়েছেন।

Next Article