CM Mamata Banerjee: ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র’, উত্তরবঙ্গে গিয়ে ফের গর্জে উঠলেন মমতা

CM Mamata Banerjee: কিছুদিন আগেই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ। একের পর এক মৃত্যুর খবরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছিল। ছুটে গিয়েছিলেন মমতা। এবার দুর্যোগ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় উত্তরবঙ্গে গেলেন মমতা। থাকছেন তিন দিন।

CM Mamata Banerjee: ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র’, উত্তরবঙ্গে গিয়ে ফের গর্জে উঠলেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 10, 2025 | 4:31 PM

উত্তরবঙ্গে গিয়ে ফের বাংলার বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ। একের পর এক মৃত্যুর খবরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছিল। ছুটে গিয়েছিলেন মমতা। এবার দুর্যোগ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় উত্তরবঙ্গে গেলেন মমতা। থাকছেন তিন দিন। উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক থেকে মমতা বললেন… 

  1. আমরা কথা দিয়ে গিয়েছিলাম চাকরি দেব, ৫ লক্ষ টাকা করে দেব। সেটা আমরা দিয়ে দিয়েছি। রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিরিকে একটা পাকা ব্রিজ হচ্ছে। বাকি কাজও চলছে। কৃষি জমিগুলির সার্ভে হচ্ছে। সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমা পাবে। 
  2. প্রাকৃতিক দুর্যোগে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য সব জেলা মিলিয়ে ১৪ হাজার ৭৯৪টি পরিবারকে মোচ ১৬১ কোটি ৩৩ লক্ষ টাকা দিচ্ছি। এটা ওরা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে পেয়ে যাবে।
  3. বন্যা কবলিত ১ লক্ষ ৩৭ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ, কৃষি উপকরণও বিতরণ করা হল। এর জন্য ১০ কোটি টাকা খরচ। কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য জলপাইগুড়ি, দার্জিলং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ৮০৭ জন কৃষককে আর্থিক সহায়তা করা হল। খরচ ৪৭ লক্ষ টাকা। 
  4. উত্তরবঙ্গের ৮টি জেলায় ৩ হাজার ৪৯১টি পাট্টা বিতরণ করা হল। পাট্টা দেওয়া হল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে।
  5. আমরা ক্ষমতায় আসার পর ২১-২২ পর্যন্ত ৪৬ লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। যদিও ৪ বছর ধরে সব টাকা বন্ধ। গ্রামীণ রাস্তার কাজও চার বছর ধরে বন্ধ। কেন্দ্র অন্য রাজ্যকে টাকা দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। ভাবছে বাংলাকে ভাতে মারো, কিন্তু ওরা জানে না বাংলার মানুষ, বাংলার মাটি অনেক কথা বলে। 
  6. কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও ১২ লক্ষ যোগ্য পরিবারকে আমরা ১৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়েছি। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ১৬ লক্ষ পরিবারকে অর্ধেক টাকা দেওয়া হবে। বাকিটা মে মাসে দেওয়া হবে।
  7. বিশ্বকাপ জয়ী রিচার সাফল্যেও এদিন ফের একবার কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মভূষণ সম্মানের পর রিচার নামে উত্তরবঙ্গে স্টেডিয়াম গড়বে রাজ্য। এদিন উত্তরকন্যার বৈঠকে এই ঘোষণাও করেন মমতা। চাঁদমণি টি এস্টেটে হবে সেই স্টেডিয়াম।