Congress Candidate List West Bengal Election 2021: ৮৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, রইল বাকি ৩

ঋদ্ধীশ দত্ত |

Mar 20, 2021 | 11:59 PM

তিনটি আসন বাকি রেখে এ দিন আরও কিছু আসনে প্রার্থীদের নাম (Candidate List) ঘোষণা করে দিল কংগ্রেস। শনিবার রাতে আরও ৩৯ টি নামের তালিকা প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক।

Congress Candidate List West Bengal Election 2021: ৮৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, রইল বাকি ৩
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) রাজ্যের মোট ৯১ টি আসনে লড়বে বলে জানিয়েছে কংগ্রেস (Congress)। তিনটি আসন বাকি রেখে এ দিন বাকি আসনে প্রার্থীদের নাম (Candidate List) ঘোষণা করে দিল কংগ্রেস। শনিবার রাতে আরও ৩৯ টি নামের তালিকা প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক। পঞ্চম থেকে অষ্টম দফার নির্বাচনে লড়তে চলা প্রার্থীদের নাম আজ ঘোষণা করা হয়েছে। একনজরে দেখে নিন কোন দফায় কোন আসনে কংগ্রেসের কোন প্রার্থী লড়বেন…

পঞ্চম দফা

নাগ্রাকাটা- সুখবীর সুব্বা
কালিম্পং- দিলীপ প্রধান
শান্তিপুর- ঋৎজু ঘোষাল
রানাঘাট উত্তর পশ্চিম- বিজয়েন্দু বিশ্বাস
পানিহাটি- তাপস মজুমদার
বরাহনগর- অমলকান্তি মুখোপাধ্যায়
বসিরহাট- অমিত মজুমদার

ষষ্ঠ দফা

গোয়ালপোখর- মাসুদ নাসিম আহসান
ইসলামপুর- সাদিকুল ইসলাম
কালিয়াগঞ্জ- প্রভাস সরকার
কালীগঞ্জ- আব্দুল কাসেম
কৃষ্ণনগর উত্তর- সিলভি সাহা
বাগদা- প্রবীর কীর্তনিয়া
বাদুরিয়া- ডা. আব্দুস সাত্তার
ভাটপাড়া- ধর্মেন্দ্র শা
নোয়াপাড়া- শুভঙ্কর সরকার
পূর্বস্থলী দক্ষিণ- অভিজিৎ ভট্টাচার্য

সপ্তম দফা

কুমারগঞ্জ- নার্গিস বানু চৌধুরী
রতুয়া- নাজিমা খাতুন
সামশেরগঞ্জ- রেজাউল হক
রঘুনাথগঞ্জ- আব্দুল কাসেম বিশ্বাস
সাগরদীঘি- এসকে হাসানুজ্জামান
মুর্শিদাবাদ- নিয়াজুদ্দিন শেখ
কলকাতা বন্দর- মহম্মদ মুক্তার
ভবানীপুর- মহম্মদ শাদাব খান
রাসবিহারী- আশুতোষ চট্টোপাধ্যায়
দুর্গাপুর পশ্চিম- দেবেশ চক্রবর্তী
কুলটি- চণ্ডীদাস চট্টোপাধ্যায়
বারাবনী- রনেন্দ্রনাথ বাগচী

অষ্টম দফা

মোথাবাড়ি- মহম্মদ দুলাল শেখ
বৈষ্ণবগড়- আজিজুল হক
খড়গ্রাম- বিপদতারণ বাগদী
রেজিনগর- কাফিরুদ্দিন শেখ
হরিহরপাড়া- মীর আলমগির
নওদা- মোশারফ হোসেন মণ্ডল
চৌরঙ্গি- সন্তোষ কুমার পাঠক
জোড়াসাঁকো- আজমল খান
সিউড়ি- চঞ্চল চট্টোপাধ্যায়
মুরারাই- মহম্মদ আসিফ একবাল

আরও পড়ুন: প্রথম দুই দফায় ১৩ হাত প্রার্থীর নাম ঘোষণা, তালিকা প্রকাশ কংগ্রেসের

Next Article