Bangladeshi: জানেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য সমস্যায় পড়ছেন ভারতীয়রা?

Coochbehar: নূরের আরও বক্তব্য, কোচবিহারের সিতাই, শীতলকুচি, শিলিগুড়ি সহ একাধিক জায়গা দিয়ে বহু বাংলাদেশি তাঁদের সঙ্গে ইট ভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিল। এ দিকে রাজস্থান পুলিশ ছেড়ে দিলেও কার্যত বন্ধ ওই ইট ভাটা।

Bangladeshi: জানেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য সমস্যায় পড়ছেন ভারতীয়রা?
গ্রেফতার হওয়া ভারতবাসীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2025 | 12:19 PM

কোচবিহার: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে ঝাঁকে-ঝাঁকে বাংলাদেশিরা বেরিয়ে আসছে। বিশেষ করে যাঁরা অনুপ্রবেশ করেছিলেন তাঁরা এখন বাংলাদেশ ফিরতে মরিয়া। এই আবহে রাজস্থানের ইটভাটায় অভিযান পুলিশের। গ্রেফতার ৯৬ জন বাংলাদেশি। শুধু তাই নয়, বাংলাদেশি সন্দেহে আটক কোচবিহারের পাঁচ শ্রমিকও। তবে বেশ কয়েকদিন আটকে রাখার পর গত ১৩ তারিখ তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।

রাজস্থানের সিকড় জেলার পাটান থানা এলাকায় একটি ইট ভাটায় পুলিশের অভিযানে বাংলাদেশি সন্দেহে আটক হন শতাধিক শ্রমিক। পুলিশি জেরায় এই সকল বাংলাদেশিরা স্বীকার করেন তাঁরা এখানকার বাসিন্দারা। তবে এদের মধ্যে ছিলেন ১৪ জন ভারতীয়ও। তাঁর মধ্যে আবার পাঁচজন বাংলার কোচবিহারের বাসিন্দা। এদের মধ্যেই একজন হলেন নূর সালাম হোসেন।

নূর জানালেন, কোচবিহারের বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র , জমির দলিলের প্রমাণ পত্র দেখানোর পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। বস্তুত, চারজন সন্তান ও স্ত্রী কে নিয়ে ওই ইট ভাটায় কাজ নূর। অনেক দিন ধরেই তিনি সেখানে কাজ করেন। কোচবিহারের বাড়িতে রয়েছে অসুস্থ বৃদ্ধ বাবা-মা। একমাত্র নূরই রোজগেরে।

ভারতীয় ওই শ্রমিক বলেন, “হঠাৎ করেই পুলিশ এসে ইট ভাটার শ্রমিকদের পরিচয়পত্র দেখতে চান। সেখানেই পুলিশের জেরায় নিজেদের বাংলাদেশি বলে প্রায় ৯৬ জন। আমাদেরও সন্দেহের বসে আটক করে সেখানকার পুলিশ। শেষে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরে দশ দিন বাদে আমাদের মুক্তি দেওয়া হয়।”

নূরের আরও বক্তব্য, কোচবিহারের সিতাই, শীতলকুচি, শিলিগুড়ি সহ একাধিক জায়গা দিয়ে বহু বাংলাদেশি তাঁদের সঙ্গে ইট ভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিল। এ দিকে রাজস্থান পুলিশ ছেড়ে দিলেও কার্যত বন্ধ ওই ইট ভাটা। এখন অসহায় অবস্থার মধ্যে রাজস্থানে পড়ে রয়েছেন তাঁরা নূর সালাম ও তার পরিবার। অসহায় পিতা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে কোনও ভাবে যেন তাঁদের কোচবিহারে পৌঁছে দেওয়া হয়।