Cooch Behar: কোচবিহারে তৃণমূলের জমায়েতে বোমাবাজির অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Dec 30, 2023 | 12:47 PM

Cooch Behar: ভেটাগুরিতে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। পদ্ম শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বসুনিয়া। তাঁর সাফ দাবি, এলাকায় তাঁদের জমায়েত দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই এসব করছে।

Cooch Behar: কোচবিহারে তৃণমূলের জমায়েতে বোমাবাজির অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
উত্তেজনা এলাকার রাজনৈতিক মহলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ভেটাগুড়ি: শনিবার সকালে ভেটাগুড়িতে তৃণমূলের কার্যালয় খোলার পর বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভও দেখায় তৃণমূল। দলের কর্মীদের গায়ে হাত দিলেই তার পাল্টা দেওয়া হবে সাফ জানিয়ে দেন সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকার রাজনৈতিক মহলে। জগদীশের দাবি, এদিন এলাকায় তাঁদের জমায়েত দেখে ভয় পেয়ে বোমাবাজি করেছে বিজেপি। ঘটনার পরেই ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি মিছিলের ডাক দেয় তৃণমূল। সেখানে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তৃণমূল নেতাদের। 

ঘটনায় বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, “বিজেপি যে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চায় এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমাদের জমায়েতকে তাঁরা ভয় পেয়েছে। তাই তাঁরা বোমা ফাটিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদি ভেটাগুড়িতে কোনও তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে বিজেপি হাত দেয় তাহলে গোটা কোচবিহার জেলাগুড়ি আমাদের দলের কর্মীরা তার বদলা নেবে। ইতিমধ্যেই তাঁদের সেটা বলে দেওয়া হয়েছে।” 

স্থানীয় ব্যবসায়ী প্রহ্লাদ দেবনাথ বলেন, “একবারই বোমার আওয়াজ শুনেছি। কিন্তু, কে বা কারা করেছে জানি না। এসব ঘটনা তো এখন গা সোয়া হয়ে গিয়েছে। আমাদের এখানে এদিন একটা পথসভা হচ্ছিল। আচমকা বোমার আওয়াজটা শুনতে পাই। তাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ আসে। লোকজনকে জিজ্ঞাসাবাদ করে।”

Next Article