Coochbehar: বন্ধ হয়ে থাকা পার্টি অফিস বিজেপি খুলতেই লেপে দেওয়া হল গোবর, পড়ল পোস্টার

TMC and BJP: তৃণমূলের অভিযোগ, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে এলাকায় পাওয়া যায় না। তিনি মোবাইল সুইচ অফ করে রাখেন। বিধায়ক গত পাঁচ বছরে কোনও কাজ করেননি। নূন্যতম প্রয়োজন মেটাতে পারেনি এলাকাবাসীর।

Coochbehar: বন্ধ হয়ে থাকা পার্টি অফিস বিজেপি খুলতেই লেপে দেওয়া হল গোবর, পড়ল পোস্টার
কোচবিহারের বিজেপির পার্টি অফিসে ল্যাপা হল গোবরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2026 | 6:21 PM

কোচবিহার: দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দলীয় কার্যালয়। তারপর সেটি পরিষ্কার করেছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। আর এরপরই দেখা গেল অদ্ভূত ঘটনা! সোমবার সেই কার্যালয়ে গোবর ফেলে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সেখানে। তবে তৃণমূলের বক্তব্য, এই কাজ তৃণমূল করেনি। স্থানীয় মানুষ বিধায়কের ওপর ক্ষোভ দেখিয়ে এই কাজ করেছে।

তৃণমূলের অভিযোগ, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে এলাকায় পাওয়া যায় না। তিনি মোবাইল সুইচ অফ করে রাখেন। বিধায়ক গত পাঁচ বছরে কোনও কাজ করেননি। নূন্যতম প্রয়োজন মেটাতে পারেনি এলাকাবাসীর। সেই ক্ষোভ থেকে বুধবার তুফানগঞ্জ-১ ব্লকের মারুগঞ্জ বিজেপি দলীয় কার্যালয়ের সামনে দুই ট্রলি ভর্তি গোবর ঢেলে দেখানো হয়েছে বিক্ষোভ। এ প্রসঙ্গে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ঈশ্বর সরখেল বলেন, “আমরা খবর পাই যে সাধারণ মানুষ গোবর আর ফ্লেক্স নিয়ে পার্টি অফিসের সামনে আন্দোলন করছে। তখনই জানতে পারি মিহির গোস্বামী কোনও কাজ করেন না। সেই কারণে মানুষ আজ হতাশ। তিনি কোনও উন্নয়ন করেননি। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ।”

গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে এমনটাই অভিযোগ তুলে বিষয়টিকে কড়া ভাষায় নিন্দা করেছে বিজেপি শিবির। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস বলেন, “অশান্তি পাকাতেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। নিজেরা এই কাজ করে সাধারণ জনগণের ওপর চাপাচ্ছে । এসব বরদাস্ত করবে না স্থানীয় মানুষ।”