Coochbehar: নিশীথের হারের পর বিজেপিতে আরেক ধাক্কা…

Coochbehar: শুক্রবার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ভেটাগুড়ি-২ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান দীপক চন্দ্র বর্মন-সহ ৯ পঞ্চায়েত সদস্য। এরপর দুপুরেই প্রধান প্রিয়াঙ্কা দে সরকার-সহ আরও ১ পঞ্চায়েত সমিতির সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দান করেন।

Coochbehar: নিশীথের হারের পর বিজেপিতে আরেক ধাক্কা...
প্রধান প্রধান প্রিয়াঙ্কা দে সরকার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2024 | 7:46 PM

কোচবিহার: কোচবিহারে বিজেপির বিড়ম্বনা আর যাচ্ছেই না। নিশীথ প্রামাণিকের হারের পর এবার গ্রামপঞ্চায়েত হাতছাড়া হওয়া শুরু বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারতে হয়েছে এখানে তৃণমূলের প্রার্থীর কাছে। এবার নিশীথেরই খাস তালুক ভেটাগুড়ি-২ গ্রামপঞ্চায়েত দখল নিল তৃণমূল। নিশীথ প্রামাণিকের গড় হিসাবে পরিচিত ভেটাগুড়ি। সেখানে গ্রামপঞ্চায়েত হারাতে হল পদ্মশিবিরকে।

সকালে উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন বেলা গড়াতে না গড়াতে একই পথে হাঁটতে এগিয়ে আসেন প্রধানও। তিনিও তৃণমূলে যোগ দেন। ভেটাগুড়ি-২ গ্রামপঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের যোগদানের মধ্য দিয়ে কার্যত ওই গ্রামপঞ্চায়েত দখল নিল তৃণমূল।

শুক্রবার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ভেটাগুড়ি-২ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান দীপক চন্দ্র বর্মন-সহ ৯ পঞ্চায়েত সদস্য। এরপর দুপুরেই প্রধান প্রিয়াঙ্কা দে সরকার-সহ আরও ১ পঞ্চায়েত সমিতির সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দান করেন।

ভেটাগুড়ি-২ গ্রামপঞ্চায়েতে মোট ১৮ জন সদস্য। ভোটে ১২টিতে জেতে বিজেপি। স্বভাবই গ্রামপঞ্চায়েত তাদেরই দখলে যায়। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি। কিন্তু এদিন বড় ধাক্কা লাগল পঞ্চায়েতে। একেবারে হাত থেকেই বেরিয়ে গেল পঞ্চায়েতটি। প্রধান প্রিয়াঙ্কা দে সরকার বলেন, “বুঝলাম যে বিজেপিতে থাকলে কোনও উন্নয়নের কাজ হবে না। তাই তৃণমূলে যোগ দিলাম।”