BSF-BGB: কাঁটাতার দেখেই আঙুল উঁচিয়ে ঝগড়া করতে এল BGB, পাল্টা BSF বলল, ‘আপনাদের ভাগ্য ভাল, এখনও সুরক্ষিত রয়েছেন…’

BGB-BSF: মালদহের শুকদেবপুরে যখন লাগাতার অশান্তি হচ্ছে, সেই সময় কাঁটাতার লাগানো নিয়ে কোচবিহারেও ঝামেলা শুরু করল বিজিবি। বিএসএফ ও বিজিবির মধ্যে চলল উত্তপ্ত বাক্য় বিনিময়। কিন্তু তার মধ্যেই কাঁটাতাল লাগিয়ে দিল গ্রামবাসী।

BSF-BGB: কাঁটাতার দেখেই আঙুল উঁচিয়ে ঝগড়া করতে এল BGB, পাল্টা BSF বলল, আপনাদের ভাগ্য ভাল, এখনও সুরক্ষিত রয়েছেন...
বিএসএফ ও বিজিবি-র উত্তপ্ত বাক্য বিনিময়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2025 | 12:05 PM

মেখলিগঞ্জ: নিজের দেশের ভূখন্ডে কাঁটা তারের বেড়া দিতে পারবে না বিএসএফ। আর বেড়া দিলেই কার্যত পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বিজিবি। মালদহের শুকদেবপুরে যখন লাগাতার অশান্তি হচ্ছে, সেই সময় কাঁটাতার লাগানো নিয়ে কোচবিহারেও ঝামেলা শুরু করল বিজিবি। বিএসএফ ও বিজিবির মধ্যে চলল উত্তপ্ত বাক্য় বিনিময়। কিন্তু তার মধ্যেই কাঁটাতাল লাগিয়ে দিল গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্তবর্তী তিনবিঘা এলাকায়। অস্থায়ী বেড়াকে শক্তপোক্ত করতে খুঁটি লাগাচ্ছিলেন গ্রামবাসীরা। তখনই এগিয়ে আসে বিজিবি। কাঁটাতার লাগানো নিয়ে বাধা দিতে শুরু করে তারা। বিজিবি-র বক্তব্য, কেন কাঁটাতার দেওয়া হচ্ছে? উর্ধ্ব কর্তৃপক্ষ কি জানে সেটা? অপরদিকে বিএসএফ-এর দাবি, নিজের ভূখণ্ডে কাঁটাতার লাগানো হচ্ছে। তাতে প্রতিবেশী দেশ কেন বাধা দেবে?

উল্লেখ্য,শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশ যেন আরও বেড়ে গিয়েছে। আর অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া বিএসএফ জওয়ানরা। সেই মতো কাঁটাতারের বেড়া লাগানোর উপর জোর দিচ্ছেন তাঁরা। এরই মধ্যে দেখা গেল পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বাংলাদেশি বর্ডার গার্ড। বাংলাদেশি ওই আধিকারিককে বলতে শোনা যায়, ‘আপনারা কমিটমেন্ট করেছেন কাজ হবে না…’, ‘এখন কেন কাঁটা তার দিচ্ছেন…., আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন…আপনারা প্রোটেকশন দিচ্ছেন তাই পাবলিক কাঁটাতার দিচ্ছে….এখানে কী করছেন আপনারা?’ পাল্টা বিএসএফ আধিকারিকরা বলেছেন, ‘আমাদের দেশ। আমরা ডিউটি করছি। আপনাদের ভাগ্য ভাল এখনও আপনারা সুরক্ষিত’