দিনহাটা: রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে ফের বেলাগাম উদয়ন গুহ। অপারেশন সিঁদুর নিয়ে এবার কুমন্তব্য রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। নাম না করে তীব্র আক্রমণ করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। তীব্র কটাক্ষ করে বললেন, “কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তাঁরা কেউ কেউ সিঁদুরের ব্যবসা করছেন। আগে আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন।” তার এ মন্তব্য নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক আঙিনায়। এই নিয়ে বিতর্ক বাড়তেই উদয়নের মন্তব্য নিয়ে দূরত্ব তৈরি করল রাজ্যের শাসকদল।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন, “এটা উদয়নবাবুর ব্যক্তিগত মতামত। কিন্তু অপারেশন সিঁদুর সেনাবাহিনীর নামকরণ। এটা কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর নামকরণ নয়। আর সেনার সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস আছে। অপারেশন সিঁদুরকে সর্বতভাবে সমর্থনও করেছে। কিন্তু এর রাজনীতিকরণ আমরা করিনি। আর অন্যরা করলেও আমরা বলব রাজনীতিকরণ করাটা ঠিক নয়।” বিতর্কের মধ্যে যদিও কোনও মন্তব্যই করতে চাইলেন না শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
তবে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তীব্র কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন, “উদয়নবাবু অনেকদিন টিভিতে দেখা যাচ্ছে না। ওনাকে তো দেখাতে হবে। না দেখালেই এই ধরনের প্রলাপ বকতে শুরু করবেন।”
দিনহাটা: রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে ফের বেলাগাম উদয়ন গুহ। অপারেশন সিঁদুর নিয়ে এবার কুমন্তব্য রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। নাম না করে তীব্র আক্রমণ করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। তীব্র কটাক্ষ করে বললেন, “কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তাঁরা কেউ কেউ সিঁদুরের ব্যবসা করছেন। আগে আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন।” তার এ মন্তব্য নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক আঙিনায়। এই নিয়ে বিতর্ক বাড়তেই উদয়নের মন্তব্য নিয়ে দূরত্ব তৈরি করল রাজ্যের শাসকদল।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন, “এটা উদয়নবাবুর ব্যক্তিগত মতামত। কিন্তু অপারেশন সিঁদুর সেনাবাহিনীর নামকরণ। এটা কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর নামকরণ নয়। আর সেনার সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস আছে। অপারেশন সিঁদুরকে সর্বতভাবে সমর্থনও করেছে। কিন্তু এর রাজনীতিকরণ আমরা করিনি। আর অন্যরা করলেও আমরা বলব রাজনীতিকরণ করাটা ঠিক নয়।” বিতর্কের মধ্যে যদিও কোনও মন্তব্যই করতে চাইলেন না শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
তবে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তীব্র কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন, “উদয়নবাবু অনেকদিন টিভিতে দেখা যাচ্ছে না। ওনাকে তো দেখাতে হবে। না দেখালেই এই ধরনের প্রলাপ বকতে শুরু করবেন।”