Udayan Guha: ‘হাঁটু ভাঙার অধিকার আছে’, রবির সমালোচনাতেও মন্তব্যে অনড় উদয়ন
Udayan Guha: সম্প্রতি বিজয়া সম্মিলনীর মঞ্চে উদয়ন গুহকে পাশে বসিয়ে তার হাঁটু ভাঙা বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন একদা তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছিল চাপানউতর।
কোচবিহার: “বাংলা ভাগ করতে এলে হাঁটু ভেঙে দেওয়া হবে।” কয়েকদিন আগে একথা বলতে শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে (Trinamool MLA Udayan Guha)। বিজেপি নেতৃত্বের একাংশের উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্যের দাবির তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “প্রয়োজনে রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। বিজেপি (BJP) নেতাদের মাথায় রাখতে হবে আমাদের রক্ত ঝরলে অন্যের রক্তও ঝরবে।” কোচবিহারের বিজেপি সভানেত্রী মালতি রাভার পৃথক উত্তরবঙ্গের দাবিকে সামনে রেখে পদযাত্রাকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন। যা নিয়েও তীব্র চাপানউতর তৈরি হয় জেলার রাজনৈতিক মহলে।
সম্প্রতি বিজয়া সম্মিলনীর মঞ্চে উদয়ন গুহকে পাশে বসিয়ে তার হাঁটু ভাঙা বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন একদা তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যদিও তাররপরেও নিজের পুরনো বক্তব্যে অনড় থাকলেন উদয়ন গুহ। যার জেরে অস্বস্তি বেড়েছিল শাসকদলের।
“যদি কেউ আমাদের গলায় পা দিয়ে দাঁড়াতে চায় তবে তাঁর হাঁটু ভাঙার অধিকার আমাদের প্রত্যেকের আছে। যদি সেটা করতে না পারি তাহলে আমরা নপুংশক। তাহলে বুঝতে হবে বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে।” এদিন মেখলিগঞ্জে দলীয় সভা থেকে এ ভাষাতেই নিজের পুরনো অবস্থানে অনড় থাকলেন বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওয়াকিবহাল মহলের মতে, সেদিন কিছু না বললেনও আজ কার্যত ঘুরিয়ে রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্যের পাল্টা দিলেন উদয়ন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত জেলার যে শাসকদলের গোষ্ঠী কোন্দল নতুন করে মাথাচাড়া দিচ্ছে তা উদয়নের এ কথা থেকেই স্পষ্ট। আর সে কারণেই দলীয় নেতৃত্বের নিজেদের বিরোধিতা প্রায়শই প্রকাশ্যে এসে পড়ছে।