Cooch Behar: ২ সপ্তাহ পরেও ধর্ষিতা নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হল না! তপ্ত তুফানগঞ্জ

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 18, 2023 | 11:52 AM

Cooch Behar: থানায় অভিযোগ দায়ের করার পরে গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। কিন্তু করানো হয়নি নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা । এতেই উঠেছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ।

Cooch Behar: ২ সপ্তাহ পরেও ধর্ষিতা নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হল না! তপ্ত তুফানগঞ্জ
তুফানগঞ্জে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচবিহার:  আট বছরের এক  নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে। অভিযুক্ত গ্রেফতার হলেও, এখনও পর্যন্ত নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল টেস্টই করানো হয়নি বলে দাবি পরিবারের।  ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের। শনিবার সকাল থেকে ঘটনাকে ঘিরে  উত্তপ্ত তুফানগঞ্জের রামপুর এলাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সপ্তাহ দুয়েক আগে  আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেদিন বাড়িতে একা ছিল নাবালিকা। বাবা- মা কাজে গিয়েছিলেন। সেই সুযোগে পাশের বাড়ির ‘দাদু’ তার বাড়িতে ঢুকে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর প্রতিবেশীরা দেখতে পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

থানায় অভিযোগ দায়ের করার পরে গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। কিন্তু করানো হয়নি নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা । এতেই উঠেছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ । ক্ষুব্ধ এলাকাবাসী আজ রামপুর- বারোবিশা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে । এলাকাবাসীদের বক্তব্য, এতদিনেও শারীরিক পরীক্ষা না করানো হলে, প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে অভিযুক্তের সুবিধা হবে।

প্রতিবাদে শনিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article